viral video

বাসের মাঝে ‘স্যান্ডউইচ’ যুবক, গায়ে আঁচড়ও লাগল না ‘যমরাজ ছুটিতে’ থাকায়! ভাইরাল অবিশ্বাস্য ভিডিয়ো

মারাত্মক বিপদকে পাশ কাটিয়ে যে ভাবে যুবক নিজের প্রাণ বাঁচালেন তা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি কোথায় কবে তোলা হয়েছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ০৮:০০
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

কথায় আছে রাখে হরি মারে কে! দুটি চলন্ত বাসের মাঝখানে পিষে গিয়েও আশ্চর্যজনক ভাবে প্রাণে বাঁচলেন এক যুবক। এমনকি তেমন চোট-আঘাত লাগেনি তাঁর। বাসের মাঝখান থেকে বেরিয়ে এসে দিব্যি হেঁটেচলে বেড়াতে দেখা গিয়েছে তাঁকে। অদ্ভুত সেই ভিডিয়োটি সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই নজর কেড়েছে সমাজমাধ্যমে। মারাত্মক বিপদকে পাশ কাটিয়ে যে ভাবে যুবক নিজের প্রাণ বাঁচালেন তা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি কোথায় কবে তোলা হয়েছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি বাস রাস্তার ধার দিয়ে আসছিল। অন্য একটি বাস তাকে অতিক্রম করে এগোতে যায়। সেই সময় রাস্তা পার হতে বা বাস ধরতে এগোচ্ছিলেন সাদা জামা পরা এক তরুণ। তিনি দুটি বাসের মাঝে পড়ে চিঁড়েচ্যাপ্টা হয়ে যান। ওই অবস্থাতেই যুবককে নিয়ে বাস দু’টি কিছুটা দূর এগিয়েও যায়। বাসের গায়ে ঘষটে ঘষটে ওই তরুণ মাটিতে পড়ে যান। বাসের চালকেরা ঘটনাটি দেখতে পেয়ে বাস থামিয়ে দেন। দেখা যায় মাটিতে পড়ে রয়েছেন যুবক। কয়েক সেকেন্ড পর তিনি উঠে দাঁড়িয়ে হেঁটে রাস্তা পেরিয়ে চলে যান। ডেলি ক্রনিকল্‌স নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করার সময় লেখা হয় যমরাজ যখন ছুটি কাটান। এক জন নেটাগরিকের মন্তব্য ‘‘কপালজোরে বেঁচেছেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সত্যিই ভাগ্যবান।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement