Delhi Assembly Election 2025

কেন নেই বাঙালি প্রার্থী, প্রশ্নের মুখে সুকান্ত

বিধানসভা ভোটে তো বটেই, এমনকি পুর নিগমের ভোটে এক জনও বাঙালি-সমাজের ব্যক্তিকে প্রার্থী করেনি বিজেপি। আজ দিল্লির বাঙালি সমাজের মকর সংক্রান্তি পালন অনুষ্ঠানে সুকান্তের সামনেই বাঙালিকে প্রার্থী না করা নিয়ে ক্ষোভ জানান বাঙালি সমাজের প্রতিনিধিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ০৭:৫৬
Share:

সুকান্ত মজুমদার। —ফাইল চিত্র।

বিজেপির অনুমান অনুযায়ী, দিল্লিতে প্রায় পনেরো লক্ষের কাছাকাছি বাঙালি ভোট রয়েছে। তা সত্ত্বেও এ বারের বিধানসভা ভোটে এক জন বাঙালিকেও প্রার্থী করেনি বিজেপি। এই আবহে আজ দিল্লির বাঙালি ভোটারদের দলবদ্ধ ভাবে বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য সওয়াল করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আগামী ২৭ জানুয়ারি থেকে দিল্লির বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকায় প্রচার চালাবেন সুকান্ত।

Advertisement

বিধানসভা ভোটে তো বটেই, এমনকি পুর নিগমের ভোটে এক জনও বাঙালি-সমাজের ব্যক্তিকে প্রার্থী করেনি বিজেপি। আজ দিল্লির বাঙালি সমাজের মকর সংক্রান্তি পালন অনুষ্ঠানে সুকান্তের সামনেই বাঙালিকে প্রার্থী না করা নিয়ে ক্ষোভ জানান বাঙালি সমাজের প্রতিনিধিরা। সংগঠকদের বক্তব্য, দিল্লির প্রায় এক ডজনের বেশি আসনে বাঙালি ভোট অনেকাংশে নির্ণায়ক শক্তি। তা সত্ত্বেও কোনও বাঙালিকে টিকিট কেন দেওয়া হয় না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

পরে এ প্রসঙ্গে সুকান্ত বলেছেন যে, “বাঙালি সমাজের মধ্যে ঐক্য না থাকা এ ক্ষেত্রে বড় সমস্যা। তা ছাড়া যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে। সেখানে শিখ সমাজের মধ্যে ঐক্য থাকায় সব দলে তাঁদের রাজনৈতিক প্রতিনিধিত্ব রয়েছে।”

Advertisement

পাশাপাশি, সুকান্ত আশ্বাস দিয়ে বলেছেন, ভবিষ্যতে বাঙালি সমাজ যদি দিল্লিতে ঐক্য প্রদর্শন করে, সে ক্ষেত্রে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বাঙালি সমাজের প্রতিনিধিত্বের বিষয়ে দরবার করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement