Raiganj Murder Case

সন্ধ্যায় ডিম কিনতে বেরিয়ে রায়গঞ্জে দুষ্কৃতীর গুলিতে নিহত সরকারি কর্মী! কেন খুন, তদন্ত শুরু পুলিশের

রাত পৌনে ৯টা নাগাদ বাড়ির কাছের একটি দোকানে ডিম কিনতে গিয়েছিলেন নিহত ব্যক্তি। দোকান থেকে বেরোনোর পরই তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে যান এক জন। তার পরেই ঘটে গুলি চালানোর ঘটনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ১০:৫৫
Share:

নিহত সরকারি কর্মী দীনেশ সাহা। ছবি: সংগৃহীত।

রায়গঞ্জে জনবহুল এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। নিহত ব্যক্তির নাম দীনেশ সাহা। পেশায় তিনি সরকারি কর্মী। বুধবার সন্ধ্যার এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে খুন করা হল ওই ব্যক্তিকে, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের বক্তব্য, এলাকায় সজ্জন ব্যক্তি হিসাবেই পরিচিত ছিলেন দীনেশ। তাই পুরনো শত্রুতা বা এই ধরনের কোনও ঘটনার জেরে খুন করা হয়েছে, এমনটা মানতে নারাজ স্থানীয়দের একাংশ।

Advertisement

রায়গঞ্জে জনবহুল এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। নিহত ব্যক্তির নাম দীনেশ সাহা। পেশায় তিনি সরকারি কর্মী। বুধবার সন্ধ্যার এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে খুন করা হল ওই ব্যক্তিকে, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের বক্তব্য, এলাকায় সজ্জন ব্যক্তি হিসাবেই পরিচিত ছিলেন দীনেশ। তাই পুরনো শত্রুতা বা এই ধরনের কোনও ঘটনার জেরে খুন করা হয়েছে, এমনটা মানতে নারাজ স্থানীয়দের একাংশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের তুলসিপাড়া এলাকায় ভাড়া থাকতেন দীনেশ। বুধবার রাত পৌনে ৯টা নাগাদ কাছের একটি দোকানে ডিম কিনতে গিয়েছিলেন তিনি। দোকান থেকে বেরোনোর পর এক জন তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে যান। তার পরই দীনেশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন ওই দুষ্কৃতী। রাস্তায় লুটিয়ে পড়েন দীনেশ। তড়িঘড়ি তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, নিহতের শরীরে একাধিক গুলির ক্ষত রয়েছে।

Advertisement

জনবহুল এলাকায় এ ধরনের গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে তারা। এএসপি তন্ময় সরকার জানান, কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, তা দ্রুতই তদন্ত করে বার করবে পুলিশ। এলাকায় থাকা সিসি থেকেও কিছু তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের তুলসিপাড়া এলাকার বাসিন্দা দীনেশ বুধবার রাত পৌনে ৯টা নাগাদ কাছের একটি দোকানে ডিম কিনতে গিয়েছিলেন। দোকান থেকে বেরোনোর পর এক জন তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে যান। তার পরই দীনেশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন ওই দুষ্কৃতী। রাস্তায় লুটিয়ে পড়েন দীনেশ। তড়িঘড়ি তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, নিহতের শরীরে একাধিক গুলির ক্ষত রয়েছে।

জনবহুল এলাকায় এ ধরনের গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে তারা। এএসপি তন্ময় সরকার জানান, কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, তা দ্রুতই তদন্ত করে বার করবে পুলিশ। এলাকায় থাকা সিসিটিভি থেকেও কিছু তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement