Parliament Security Breach

‘মহুয়া বহিষ্কৃত হলে কেন বিজেপি সাংসদ প্রতাপ নয়?’ জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৃণমূলের

বুধবার লোকসভার অধিবেশন কক্ষে রং বোমা ছুড়ে স্লোগান তোলা দুই যুবক কর্নাটকের মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপের দেওয়া সুপারিশপত্রের জেরেই সংসদ ভবনে প্রবেশাধিকার পেয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ১৯:০৮
Share:

বিজেপি সাংসদের দেওয়া এই প্রবেশপত্রেই লোকসভায় ঢুকে রং বোমা ছোড়েন দুই যুবক। ছবি: পিটিআই।

লোকসভায় হানাদারির ঘটনায় এ বার জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলল তৃণমূল। বুধবার দুপুরে লোকসভার গ্যালারি থেকে ফ্লোরে ঝাঁপ মেরে রং বোমা ছোড়ার ঘটনায় ধৃত দুই যুবক যে বিজেপি সাংসদের দেওয়া প্রবেশপত্র নিয়ে সংসদ ভবনের ভিতরে ঢুকেছিল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

Advertisement

তৃণমূল সাংসদ দোলা সেন বুধবার সংসদ ভবন চত্বরে বলেন, ‘‘যদি আমাদের মাননীয়া সাংসদ মহুয়া মৈত্র যদি জাতীয় নিরাপত্তার প্রশ্নে বহিষ্কৃত হতে পারে, তা হলে বিজেপি সাংসদ প্রতাপ সিমহা কেন ছাড় পাবেন?’’ জাতীয় নিরাপত্তার প্রশ্নে কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকাকে ধিক্কারও জানান তিনি। দোলা বলেন, ‘‘লোকসভায় ঢুকে ধোঁয়া বোমা ছোড়া হল। আরও বড় কিছু ঘটতে পারত। এটা কী জাতীয় নিরাপত্তার পক্ষে আশঙ্কা নয়? এথিক্স কমিটি কোথায় গেল?’’

প্রসঙ্গত, সংসদের নিয়ম অনুযায়ী প্রবেশপত্র বা অনুমতিপত্র থাকলে কেউ প্রবেশ করতে পারেন সংসদ ভবনে। উঁচু দর্শক গ্যালারিতে বসে দেখতে পারেন লোকসভা, রাজ্যসভার অধিবেশন। আবার এই প্রবেশাধিকার পাওয়া যায় সাংসদের আনুকূল্যে। সাংসদদের অতিথি হলেও সংসদের গ্যালারিতে গিয়ে বসা যায়। দিল্লি পুলিশ জানিয়েছে, বুধবার লোকসভার অধিবেশন কক্ষে রং বোমা ছুড়ে ‘তানাশাহি নেহি চলেগা’ স্লোগান তোলা দুই যুবক, সাগর শর্মা এবং অমল শিন্ডে কর্নাটকের মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপের দেওয়া সুপারিশপত্রের জেরেই সংসদ ভবনে প্রবেশাধিকার পেয়েছিলেন। বসতে পেরেছিলেন লোকসভার দর্শক আসনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement