ফাইল চিত্র।
কলকাতা-সহ রাজ্যে দ্রুত হারে বাড়ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ করার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিন্তা আরও বাড়িয়েছে করোনার নতুন রূপ ওমিক্রন। আজ দেখার ওই সংখ্যা বাড়ে কি না।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
পুরভোটে প্রার্থিতালিকা
রাজ্যের চার পুরনিগমের প্রার্থিতালিকা আজ ঘোষণা করতে পারে রাজনৈতিক দলগুলি। বিধাননগরের প্রার্থিতালিকা নিয়ে বৈঠকে বসতে পারেন তৃণমূলনেত্রী মমতা। বিকেল ৪টেয় তাঁর কালীঘীটের বাড়িতে ওই বৈঠকটি হওয়ার কথা।
গ্রাফিক- সনৎ সিংহ।
গোয়ায় অভিষেক
বুধবারের মতো আজ বৃহস্পতিবারও গোয়ায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সেখানে বিভিন্ন কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা।
সৌরভের শারীরিক অবস্থা
কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন তিনি সুস্থই আছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আজও তাঁর মেডিক্যাল রিপোর্টের দিকে নজর থাকবে।
ভারত ও দক্ষিণ আফ্রিকা
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্টের আজ পঞ্চম দিন। দুপুর দেড়টা নাগাদ ওই খেলাটি হওয়ার কথা।