Padma Awards 2022

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

গোয়ার ভোট নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে কথা বলতে যাবেন তৃণমূলের চার সাংসদ। বেলা ১২টা নাগাদ তাঁদের সেখানে যাওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ০৫:৩৮
Share:

নরেন্দ্র মোদী

কেন্দ্রীয় সরকারের পদ্ম পুরস্কার প্রত্যাখ্যান করেছেন সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, তবলাশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক, রাজনৈতিক তরজা। শাসকদল তৃণমূলের পক্ষ থেকে বাংলাকে অপমান করার অভিযোগ উঠেছে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। অন্য দিকে, আবার পদ্ম পুরস্কার গ্রহণ করার জন্য দলের মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। এমতাবস্থায় আজ, বৃহস্পতিবারও নজর থাকবে কেন্দ্রের পদ্ম পুরস্কারের বিতর্ক নিয়ে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

Advertisement

রাজ্য বিজেপি-র অন্তর্বিদ্রোহ

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র অন্তর্বিদ্রোহ ক্রমশ বাড়ছে। বুধবার কয়েকটি জেলায় নতুন কমিটি ঘোষণা করেছে রাজ্য বিজেপি। সেই কমিটি থেকে পুরনো অনেকেই বাদ পড়েছেন। ফলে তাঁদের একাংশ ফের বিদ্রোহের পথে হাঁটছেন।

গ্রাফিক- সনৎ সিংহ।

রাজ্যের করোনা পরিস্থিতি

গত ১১ দিন পর বুধবার রাজ্যে ফের কিছুটা বেড়েছে করোনার দৈনিক সংক্রমণ। তবে তা পাঁচ হাজারের নীচেই। এমতাবস্থায় আজ নজর থাকবে রাজ্যের করোনা সংক্রমণের দিকে।

গোয়া ভোট নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল

গোয়ার ভোট নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে কথা বলতে যাবেন তৃণমূলের চার সাংসদ। বেলা ১২টা নাগাদ তাঁদের সেখানে যাওয়ার কথা। কমিশন থেকে বেরিয়ে তাঁরা একটি সাংবাদিক বৈঠক করতে পারেন।

অধীরের সাংবাদিক বৈঠক

রাজ্যের এখনকার পরিস্থিতি-সহ দলের নানা বিষয়ে আজ সাংবাদিক বৈঠক করতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বেলা ১২টা নাগাদ বিধান ভবনে ওই সাংবাদিক বৈঠকটি হওয়ার কথা।

লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা

অসুস্থ অবস্থায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। হাসপাতাল সূত্রে খবর, গায়িকার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে বিপন্মুক্ত নন তিনি। আজ গায়িকা কেমন থাকেন সে দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement