Covid -19

Covid-19 Vaccine: ওষুধের দোকানে যদি কোভিশিল্ড ও কোভ্যাক্সিন পাওয়া যায়, টিকা প্রতি দাম কত হতে পারে?

বর্তমানে বেসরকারি হাসপাতালে কোভ্যাক্সিনের প্রতি টিকার দাম ১ হাজার ২০০ টাকা আর টিকা প্রতি কোভিশিল্ডের দাম ৭৮০ টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ২২:৫১
Share:

কেন্দ্রের সবুজ সঙ্কেত মিললেই ভবিষ্যতে পাড়ার ওষুধের দোকানেই মিলতে পারে করোনা টিকা।

খোলাবাজারে করোনা টিকা বিক্রির ছাড়পত্রের জন্য কেন্দ্রীয় নিয়ামক সংস্থার কাছে ইতিমধ্যেই আবেদন করেছে কোভিশিল্ডি প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট এবং কোভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক। কেন্দ্রের সবুজ সঙ্কেত মিললেই ভবিষ্যতে পাড়ার ওষুধের দোকানেই মিলতে পারে করোনা টিকা। তবে করোনা প্রতিষেধক শুধু খোলাবাজারে এলেই হল না, টিকা প্রতি তার দাম কত হবে, তা নিয়েও ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

কোভিড টিকা খোলাবাজারের নিয়ে আসা সংক্রান্ত বিষয়ে ওয়াকিবহাল এক সূত্র জানিয়েছে, যাতে সবার সামর্থ্যে কুলোয়, সে কথা মাথায় রেখেই টিকার দাম নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি’ (এনপিপিএ)-কে। সূত্রের দাবি, দুই ভিন্ন সংস্থার টিকাই একই দামে বিক্রি করা হতে পারে। প্রতি টিকার দাম রাখা হতে পারে ২৭৫ টাকা। তার সঙ্গে যুক্ত হতে পারে অতিরিক্ত পরিষেবা বাবদ ১৫০ টাকা।

Advertisement

বর্তমানে বেসরকারি হাসপাতালে কোভ্যাক্সিনের প্রতি টিকার দাম ১ হাজার ২০০ টাকা আর টিকা প্রতি কোভিশিল্ডের দাম ৭৮০ টাকা।

কোভিশিল্ড খোলাবাজারে নিয়ে আসার জন্য গত ২৫ অক্টোবর ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছে আবেদন করেছে সেরাম। এর ঠিক এক সপ্তাহ আগেই খোলাবাজারে টিকা বিক্রির অনুমোদন চেয়েছে ভারত বায়োটেক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement