প্রতীকী ছবি।
সিপিএম সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসক তৃণমূলের বিরুদ্ধে। রবিবার উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার দীঘরা মালিকবেড়িয়া পঞ্চায়েতের টেংরা এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, তাঁরা এই ধরনের ঘটনাকে সমর্থন করেন না।
স্থানীয় সূত্রে খবর, সকালে টেংরায় এলাকায় বাইক মিছিল করছিল তৃণমূল। সেই সময় এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ভোট প্রচারে বেরিয়েছিলেন জেলা পরিষদের ২১ নম্বর আসনের সিপিএম প্রার্থী। অভিযোগ, তখনই বাইক মিছিল থেকে কিছু তৃণমূল সমর্থক এগিয়ে এসে মারধর করতে থাকেন তাঁদের। সিপিএম সমর্থক আতিয়ার রহমানকে বেধড়ক মারধর করেন তৃণমূল কর্মীরা। তাঁর মাথায় বাঁশ দিয়ে মারা হয় বলেও অভিযোগ। রক্তাক্ত অবস্থায় আতিয়ারকে বারাসত হাসপাতালে নিয়ে আসা হয়। বিলকিস বলেন, ‘‘এই ঘটনায় আমাদের দলের আরও তিন জন আহত হয়েছেন।’’
এ ব্যাপারে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, ‘‘যদি কোনও অতি উৎসাহি তৃণমূল সমর্থক এ রকম করে থাকেন, তাঁকে আমরা সমর্থন করি না। পুলিশকে বলব যথাযথ ব্যবস্থা নিতে। তবে আমার বিশ্বাস, তৃণমূলের কোনও কর্মী এ রকম ঘটনা করতে পারে না। আমি অবশ্যই খোঁজ নেব।’’