Clash

Clash: এলাকা দখল নিয়ে দুষ্কৃতী দলের মধ্যে দিনেদুপুরে সংঘর্ষ টিটাগড়ে, গুলিবিদ্ধ এক

টিটাগড়ের ডোমপট্টি এলাকার দুই দুষ্কৃতী মনু এবং রাহুলের মধ্যে বহু দিন ধরেই গন্ডগোল রয়েছে। শনিবার তা চরম আকার ধারণ করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ২০:১০
Share:

ঘটনাস্থলে পুলিশ। — নিজস্ব চিত্র।

এলাকা দখলকে কেন্দ্র করে দুই দুষ্কৃতী দলের সংঘর্ষ বাধল উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে এক যুবক। তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিটাগড়ের ডোমপট্টি এলাকার দুই দুষ্কৃতী মনু এবং রাহুলের মধ্যে বহু দিন ধরেই গন্ডগোল রয়েছে। শনিবার তা চরম আকার ধারণ করে। জানা গিয়েছে, মনু তার দলবল নিয়ে রাহুলের দলের উপর হামলা চালায়। টিটাগড় এবং খড়দহ স্টেশনের মাঝখানে রেললাইনের উপর দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ ঘটে। দুই গোষ্ঠীর মধ্যে গুলি চলে। তার জেরে গুলিবিদ্ধ হয় ভোলা যাদব নামে এক দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় ভোলাকে প্রথমে ব্যারাকপুর হাসপাতালে ভর্তি করানো হয়। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজ চলছে। দিনেদুপুরে এমন কাণ্ডে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement