Accident

Accident: লরির ধাক্কায় নয়ানজুলিতে পড়ল গাড়ি, অশোকনগরে চালক ও খালাসির মৃত্যু

পুলিশের প্রাথমিক অনুমান, রাস্তা ছোট হওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় যানজটের সৃষ্টি হয় যশোর রোডে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

অশোকনগর শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ১৮:২৩
Share:

নয়ানজুলি থেকে ক্রেনে টেনে তোলা হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত লরিটি। নিজস্ব চিত্র

পথ দুর্ঘটনায় মৃত্যু হল গাড়িচালক এবং খালাসির। রবিবার এই দুর্ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার তিন নম্বর রেলগেট সংলগ্ন যশোর রোডে। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
রবিবার অশোকনগর থানার তিন নম্বর রেলগেট সংলগ্ন যশোর রোডে লরির ধাক্কায় নয়ানজুলিতে পড়ে যায় রাসায়নিক বোঝাই আর একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িচালক বুদ্ধদেব সেন এবং খালাসি অমিত সরকারের। দীর্ঘ ক্ষণ পর গাড়ির ভিতর থেকে দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে বনগাঁর পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশ যাচ্ছিল ওই লরিটি।

Advertisement

পুলিশের প্রাথমিক অনুমান, রাস্তা ছোট হওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় যানজটের সৃষ্টি হয় যশোর রোডে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement