বাপ্পা বিশ্বাস এবং অসিত অধিকারী (বাঁ দিক থেকে)। — নিজস্ব চিত্র।
উত্তর ২৪ পরগনার বনগাঁয় শৌচাগারে বোমা বিস্ফোরণের জেরে কিশোরের মৃত্যুর ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। ধৃতদের মধ্যে এক জন যুবক এবং অন্য জন প্রৌঢ়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের এক জনের নাম বাপ্পা বিশ্বাস। তিনি বছর তিরিশের যুবক। অন্য জনের নাম অসিত অধিকারী। তিনি পঞ্চাশোর্ধ্ব প্রৌঢ়। তাঁরা ওই শৌচাগারে বোমা রেখেছিলেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এর পিছনে আর কেউ যুক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জেরা করা হচ্ছে ধৃতদের। সোমবার সকালে ওই বিস্ফোরণ কাণ্ডের পরেই গ্রেফতার করা হয়েছে দু’জনকে।
সোমবার সকালে বনগাঁর বকশিপল্লিতে বিস্ফোরণের জেরে ১০ বছরের এক বালকের মৃত্যু হয়েছে। সকালে শৌচকর্ম করতে গিয়েছিল ওই কিশোর। শৌচাগারের ভিতরেই বোমা রাখা ছিল বলে অনুমান করা হচ্ছে। বিস্ফোরণের পর ওই কিশোরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাকে মৃত বলে জানান চিকিৎসকেরা।