সানি লিওন। —ফাইল চিত্র।
ছত্তীসগঢ়ের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের উপভোক্তা অভিনেত্রী সানি লিওন। এমনকি প্রতি মাসে ১০০০ টাকা করে যাচ্ছেও তাঁর অ্যাকাউন্টে! বেশ কয়েক মাস এমনটা চলার পর প্রশাসনিক আধিকারিকদের বিষয়টি নজরে আসে। বিষয়টি খতিয়ে দেখে তাঁরা জানতে পারেন, বীরেন্দ্র জোশী নামের এক ব্যক্তি ভুয়ো নামে অ্যাকাউন্ট খুলে প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন। তার পরেই পুরো বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।
ছত্তীসগঢ়ের বিজেপি সরকার পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের মতো সে রাজ্যের বিবাহিত মহিলাদের মাসে ১০০০ টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে। ছত্তীসগঢ়ে এই প্রকল্পের নাম ‘মাতৃবন্দন যোজনা’। বস্তার অঞ্চলের তালুর গ্রামে উপভোক্তাদের নাম মেলাতে গিয়ে সরকারি কর্মীদের চোখ কপালে ওঠে। দেখা যায় বহু নামের ভিড়ে রয়েছেন সানি লিওন। সঙ্গে সঙ্গে প্রশাসনের উপরমহলে বিষয়টি জানানো হয়। জেলাশাসক ছত্তীসগঢ়ের নারী এবং শিশু উন্নয়ন দফতরকে বিষয়টি সবিস্তারে খতিয়ে দেখার আর্জি জানান।
সেই মতো প্রশাসনিক স্তরে তদন্তও শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওই ভুয়ো নাম দিয়ে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ করার প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে। শাস্তির মুখে পড়তে পারেন নাম যাচাই করার দায়িত্বে থাকা সরকারি কর্মীরাও। এক সরকারি কর্মী এই বিষয়ে জানিয়েছেন, বিষয়টি প্রথমে তাঁদের নজরে আসেনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখার পরেই খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়।
এই নিয়ে শাসক বিজেপি এবং বিরোধী কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ছত্তীসগঢ়ের কংগ্রেস সভাপতি দীপক বাজির অভিযোগ, ওই সরকারি প্রকল্পে ৫০ শতাংশের বেশি উপভোক্তা ভুয়ো। পাল্টা উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা অরুণ সাওয়ের তোপ, “রাজ্যের মহিলারা আর্থিক সাহায্য পাচ্ছেন, এটা কংগ্রেস সহ্য করতে পারছে না।”