মৌসুমী কয়াল (বাঁ দিকে)। টুম্পা কয়াল (ডান দিকে)। — নিজস্ব চিত্র।
অযোধ্যায় যখন রামমন্দিরের উদ্বোধন ঘিরে চূড়ান্ত প্রস্তুতি তখন দমদমের একটি মন্দিরে দেখা গেল এই উদ্যাপনে শামিল হয়েছেন কামদুনির টুম্পা এবং মৌসুমী কয়ালরা। সোমবার সকালেই তাঁরা দমদম পার্কের ওই মন্দিরে পৌঁছে যান।
সোমবার সকালে কামদুনির টুম্পা, মৌসুমীরা পৌঁছে যান দমদম পার্কের কাছে একটি মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর তাঁরা রওনা দেন নিউ টাউনের একটি রামমন্দিরে। প্রসঙ্গত, সোমবার সকালে সেন্ট্রাল অ্যাভেনিউয়ের রামমন্দিরে মিছিল করে হাজির হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুরের পর ‘সংহতি যাত্রা’য় নামার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাজরা থেকে সেই মিছিল শুরু হয়ে শেষ হবে পার্ক সার্কাস ময়দানে। মিছিল চলাকালীন আরও একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এই আবহে কামদুনি গ্রামের বাসিন্দা টুম্পা, মৌসুমীদের দেখা গেল রাম-বন্দনায় শামিল হতে।