Green Energy & AI Seminar

সবুজ শক্তিই কি ভবিষ্যৎ? উত্তর খুঁজতে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ

সায়েন্স সিটিতে আয়োজিত আলোচনা সভায় থাকবেন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ এবং বিনিয়োগকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৪:৩০
Share:

প্রতীকী চিত্র।

জীবাশ্ম জ্বালানির সম্পদ প্রায় শেষের পথে। এই পরিস্থিতিতে সবুজ শক্তিকে কার্যকরী ভাবে ব্যবহারে জোর দিচ্ছেন পরিবেশবিজ্ঞানীরা। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন-এর ‘এনার্জি স্ট্যাটিস্টিক্স ইন্ডিয়া ২০২৪-এর রিপোর্ট অনুযায়ী, এ দেশের সমস্ত রাজ্যের পরিসংখ্যান মিলিয়ে মোট ২১,০৯,৬৫৪ মেগাওয়াট শক্তি বিকল্প পদ্ধতিতে উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তাই, সংশ্লিষ্ট বিষয়টি অর্থনৈতিক এবং বাণিজ্যিক ভাবে কতটা প্রভাব বিস্তার করতে সক্ষম, সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতায় বিভিন্ন গবেষণা সংস্থা এবং প্রতিষ্ঠানের উদ্যোগে একটি আন্তর্জাতিক মানের সেমিনার আয়োজন করা হবে।

Advertisement

২৪ ডিসেম্বর সায়েন্স সিটিতে এই আলোচনা সভায় সবুজ শক্তি, তার প্রয়োগ এবং ভবিষ্যতের সম্ভাবনা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। কী ভাবে এই বিকল্প শক্তি বিনিয়োগের নতুন পথ খুলে দিতে চলেছে এবং তাতে কর্মসংস্থানের ছবি কতটা পরিবর্তনের সুযোগ রয়েছে, তা নিয়েও প্রাক্তন সরকারি আমলা, উদ্যোগপতি, বিজ্ঞানীরা আলোচনা করবেন।

প্রাক্তন সরকারি আমলা তথা ন্যাশনাল বেঙ্গল কনসাল্টিং-এর ফাউন্ডার এবং সিইও দেবাশিস সেন এবং পরিবেশবিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তীর বিশেষ উদ্যোগে এই সেমিনারটি আয়োজন করা হয়েছে। এ ছাড়াও যোগ দিচ্ছেন মাইক্রোসফট সংস্থার ইন্ডাস্ট্রি সলিউশনস আর্কিটেক্ট সুচন্দ্রা সেনগুপ্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কমল সরকার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্টের অধ্যাপক বিনয় কুমার চৌধুরী-সহ আরও বিশেষজ্ঞ।

Advertisement

পরিবেশবান্ধব এই বিকল্প শক্তি জীবাশ্ম জ্বালানির নির্ভরশীলতা কমানোর পাশাপাশি, এই শক্তির সঙ্গে কৃত্রিম মেধা প্রয়োগ করে আরও উন্নত প্রযুক্তি কার্যকরী ভাবে ব্যবহার করার সমস্ত সম্ভাবনা নিয়ে পরীক্ষানিরীক্ষা করা প্রয়োজন। তাই নিয়ে এই আন্তর্জাতিক মানের সেমিনার সব স্তরের ব্যক্তিদের বিশেষ ভাবে উপকৃত করতে চলেছে।

তবে, উদ্যোগপতি এবং বিনিয়োগকারীদের পাশাপাশি, কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১০০ জন সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাবেন। পরিবেশ বান্ধব সবুজ শক্তি সম্পর্কে তাঁদের সচেতন করা হবে। একই সঙ্গে, হিউম্যান রিসোর্স হিসাবে তাঁরা পরবর্তীতে কী ভাবে গ্রিন জব করার সুযোগ পেতে পারেন, সেই সম্পর্কিত বিষয় নিয়েও চর্চা থাকবে। নতুন উদ্যোগপতিদের সঙ্গেও এই বিকল্প শক্তির নিয়ে বিনিয়োগের ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কিত বিষয়গুলি আলোচনা চলবে। এই আলোচনা চক্র মঙ্গলবার দুপুর ২টো থেকে শুরু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement