covid 19 india

Madhyamgram Municipality: টানা তিন দিন ধরে বন্ধ থাকবে দোকানপাট, সংক্রমণ রুখতে ঘোষণা মধ্যমগ্রাম পুরসভার

মাস্ক পরা, দূরত্ব বিধি বজায় রাখার ক্ষেত্রেও জোর দেওয়ার কথা বলা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মধ্যমগ্রাম শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ১৮:৪৪
Share:

তিন দিন বাজার বন্ধ রাখার ঘোষণা মধ্যমগ্রাম পুরসভার। — ফাইল চিত্র

করোনা সংক্রমণ রুখতে নয়া পদক্ষেপ করল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভা। টানা তিন দিন বন্ধ রাখা হবে পুরসভা এলাকার যাবতীয় দোকানপাট। সোমবার এ কথা পুরসভার তরফে জানানো হয়েছে।
মধ্যমগ্রাম পুরসভা জানিয়েছে, আগামী ১৩-১৫ জানুয়ারি পুর এলাকার মধ্যে থাকা সমস্ত দোকানপাট, ব্যবসায়িক কেন্দ্র এবং শপিং মল বন্ধ রাখা হবে। তবে যশোহর রোড-সহ বাকি রাস্তা খোলা থাকবে বলেও পুরসভা জানিয়েছে। সেই সঙ্গে মাস্ক পরা, দূরত্ব বিধি বজায় রাখার ক্ষেত্রেও জোর দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি জরুরি পরিষষেবার ক্ষেত্রে ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে।

Advertisement

সোমবার পুলিশ-প্রশাসনকে সঙ্গে নিয়ে বৈঠকে বসেন মধ্যমগ্রাম পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্যরা। এর পর তিন দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী দু’দিন এ নিয়ে প্রচার করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement