বিধায়ককে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার। — নিজস্ব চিত্র।
ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। ভাঙড়ের কাশীপুর থানার পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছে। একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
দিন কয়েক আগে শওকত অভিযোগ করেন, এক আইএসএফ কর্মী তাঁকে খুনের হুমকি দিয়েছেন। এ নিয়ে গত ১৮ মার্চ কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন শওকত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার রাতে কাশীপুর থানার গুচুরিয়া গ্রাম থেকে শাহ আলম মোল্লা ওরফে ছোট্ট মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে হুমকি দেওয়া, গোলমাল পাকানো এবং অশান্তির ছক কষা-সহ একাধিক ধারায় দায়ের হয়েছে অভিযোগ। এ নিয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান বলেন, ‘‘আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’’
সম্প্রতি শওকত অভিযোগ করেন, তাঁকে খুনের হুমকি দিয়ে ভিডিয়ো ছড়ানো হচ্ছে। এ নিয়ে আইএসএফ-এর বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। বিষয়টি নিয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকেই কাঠগড়ায় তোলেন তিনি। যদিও নওশাদ স্পষ্ট জানিয়ে দেন, এমন কিছু ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নিক পুলিশ। সেই কাণ্ডেই এ বার গ্রেফতার পুলিশের।