bomb blast

আগাছা সাফ করতে গিয়ে বোমা ফেটে জখম বৃদ্ধ, আবার বিস্ফোরণে আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগনায়

বুধবার ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ১ নম্বর সুকান্তপল্লি এলাকায় সেপটিক ট্যাঙ্কের উপর হওয়া আগাছা সাফ করছিলেন নির্মল বিশ্বাস নামে এক বৃদ্ধ। আচমকা ঘটে বিস্ফোরণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১৪:৫৯
Share:

বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশ। — নিজস্ব চিত্র।

গত সোমবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় শৌচাগারে বোমা ফেটে মৃত্যু হয়েছিল এক কিশোরের। বুধবার সেই উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় বোমা ফেটে জখম হলেন এক বৃদ্ধ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের এক নম্বর সুকান্তপল্লি এলাকায় সেপটিক ট্যাঙ্কের উপর হওয়া আগাছা সাফ করছিলেন নির্মল বিশ্বাস নামে এক বৃদ্ধ। আচমকা ঘটে বিস্ফোরণ। মনে করা হচ্ছে, ওই সেপটিক ট্যাঙ্কে লুকনো ছিল বোমা। আগাছা সাফ করতে গিয়ে তা ফেটে যায়। বোমার আঘাতে জখম হন নির্মল। তাঁকে ভর্তি করানো হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ। এই ঘটনার জেরে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। এর আগেও বহু বার বোমা বিস্ফোরণ এবং গুলি চলার মতো ঘটনা ঘটেছে ভাটপাড়ায়।

গত সোমবার বনগাঁর বক্সীপল্লি এলাকায় শৌচাগারের মধ্যে বোমা ফেটে মৃত্যু হয়েছিল এক কিশোরের। ওই ঘটনার পর বনগাঁ পুরসভার তরফে বক্সীপল্লি এলাকায় ২২টি নতুন সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। এ কথা জানিয়েছেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement