Dead body recovered

প্রাক্তন নৌসেনা কর্মীর কব্জি কাটা দেহ উদ্ধার বারুইপুর থেকে, খুনের অভিযোগ স্ত্রীর

মঙ্গলবার বিকেলে জানা যায় ডিহি মদন মাল্লো এলাকার ইন্দ্রলোক বাগানবাড়ির কাছের পুকুরে একটি পচাগলা দেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২২ ১৬:৩৫
Share:

প্রতীকী ছবি।

পুকুর থেকে এক ব্যক্তির কব্জি কাটা পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বৃহস্পতিবার ডিহি মদন মাল্লো এলাকার একটি পুকুর থেকে ওই খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উজ্জ্বল চক্রবর্তী (৫৫)। তিনি স্থানীয় শালেপুর এলাকার বাসিন্দা। সূত্রের খবর, মৃত প্রাক্তন নৌসেনা কর্মী। ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার বিকেলে জানা যায় ডিহি মদন মাল্লো এলাকার ইন্দ্রলোক বাগানবাড়ির কাছের পুকুরে একটি পচাগলা দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। ভাসমান প্লাস্টিকের প্যাকেটে কব্জি কাটা দেহ দেখে খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশের প্রাথমিক অনুমান, উজ্জ্বলকে খুন করা হয়েছে। খুনের অভিযোগ তুলেই থানায় এফআইআর করেছেন তাঁর স্ত্রী শ্যামলী চক্রবর্তী। তার ভিত্তিতেই তদন্তে নেমেছে পুলিশ। তবে কেন খুন করা হল উজ্জ্বলকে, তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের সদস্যরা। এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাকবুল হাসান বলেন, ‘‘খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement