Demolition

বুলডোজার যোগী! দু’মাসে মাদক পাচারকারী মহিলার তিনটি বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

উত্তরপ্রদেশে অপরাধীদের বিরুদ্ধে কড়া হওয়ার নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাম্প্রতিককালে বহু অপরাধীর ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২২ ১৫:১১
Share:

ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশে এক মহিলা মাদক পাচারকারীর তিনতলা বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল যোগী আদিত্যনাথ প্রশাসন। বৃহস্পতিবার ফরিদাবাদে ওই বাড়িটির উপর বুলডোজ়ার চালিয়ে সেটি ধূলিসাৎ করে দেন পুরকর্মীরা। অভিযোগ, তিনতলা বাড়িটি বেআইনি ভাবে নির্মাণ করেছেন অঙ্গুরী দেবী নামে এক মাদক কারবারি।

Advertisement

উত্তরপ্রদেশে অপরাধীদের বিরুদ্ধে কড়া হওয়ার নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাম্প্রতিককালে বহু অপরাধীর ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার ফরিদাবাদেও সেই উদাহরণ দেখা গেল।

ফরিদাবাদে ডেপুটি কমিশনার বিক্রম সিংহের নির্দেশে নলু কলোনিতে পুলিশ নিয়ে পৌঁছে যান পুরসভার কর্মীরা। এর পর অঙ্গুরী দেবীর তিনতলা বাড়িটি জেসিবি চালিয়ে ভাঙতে শুরু করেন তাঁরা। এই অভিযানের নেতৃত্বে ছিলেন বল্লভগড়ের ডেপুটি কমিশনার কুশল সিংহ।

Advertisement

এ নিয়ে গত দু’মাসে অঙ্গুরী দেবীর ৩টি বেআইনি বাড়ি ভাঙা হয়েছে। সম্প্রতি তাঁকে নোটিস পাঠিয়েছিল ফরিদাবাদ পুরনিগম। পুলিশের দাবি, ফরিদাবাদের প্রিথলা গ্রামে একটি ধাবায় কাজ করেন অঙ্গুরী দেবীর স্বামী। গত ১৬ বছর ধরে মাদক পাচারে যুক্ত অঙ্গুরী। অভিযোগ, পুরিয়ায় গাঁজা ভরে সুভাষ কলোনিতে নিজের বাড়ি থেকে তা বিক্রি করেন ৪৮ বছরের এই মহিলা। পুলিশের খাতায়ও তাঁর নাম রয়েছে। সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement