রবিবার সকালে ভোট শুরু হওয়ার পরই চন্দনপুরের সাত নম্বর ওয়ার্ডের একটি বুথে ঢুকে পড়েন বিজেপি প্রার্থী শ্যামলী দাশগুপ্ত। তাঁর সঙ্গে ভোটকর্মীদের বচসা শুরু হয়। তার পরই তিনি ইভিএম ফেলে ভেঙে দেন বলে অভিযোগ।
বুথে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। নিজস্ব চিত্র
উত্তর ২৪ পরগনার বারাসত পুরসভার সাত নম্বর ওয়ার্ডের একটি বুথে ঢুকে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এই অভিযোগে প্রার্থী-সহ আরও দু’জনকে আটক করা হয়েছে।
রবিবার সকালে ভোট শুরু হওয়ার পরই চন্দনপুরের সাত নম্বর ওয়ার্ডের একটি বুথে ঢুকে পড়েন বিজেপি প্রার্থী শ্যামলী দাশগুপ্ত। তাঁর সঙ্গে ভোটকর্মীদের বচসা শুরু হয়। তার পরই তিনি ইভিএম ফেলে ভেঙে দেন বলে অভিযোগ।
ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন আরও দু’জন। যাঁদের মধ্যে একজন বাংলাদেশি বলে অভিযোগ। এর পর চন্দনপুর ১১৯/১৬০ নম্বর বুথে আসেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। তাঁরা এই অভিযোগ খতিয়ে দেখেন। এক ঘণ্টা পরে নতুন ইভিএম-এ নিয়ে ভোট শুরু হয় ওই বুথে।