প্রতীকী ছবি।
ধান ঝাড়াই করার সময় বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার। ঘটনায় আহত হন দু’জন। মৃত মহিলার নাম রহিতন পাইক (৫৭)। রবিবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার সুবুদ্ধিপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে রহিতন পরিবারের লোকজনদের নিয়ে ধান ঝাড়াই করছিলেন। সেই সময় আচমকাই কালো মেঘে ঢেকে যায় আকাশ। তখনই তড়িঘড়ি ধান ঝাড়াইয়ের কাজ বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা। সেই সময়েই বজ্রপাতে জখম হন রহিতন-সহ দু’জন। তাঁদের মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে রহিতনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরে মথুরাপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে মৃতার দেহ ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।