Viral Video

ছিঁড়লেন বিয়ের ছবি, কাঁচি চালালেন বিয়ের পোশাকেও, বিচ্ছেদের ‘পার্টি’ দিয়ে খুশিতে ডগমগ তরুণী

তরুণীর সদ্য বিবাহবিচ্ছেদ হয়েছে। সেই উপলক্ষেই উদ্‌যাপন করছেন তিনি। কেক কাটার পর মাথায় দিলেন লাল রঙের ওড়না। বিয়ের সময় সেই ওড়না ব্যবহার করেছিলেন তরুণী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শুধু জন্মদিন বা বিবাহবার্ষিকীই কেক কেটে পালন করা হবে কেন? বিবাহবিচ্ছেদ হলেও তা ধুমধাম করে পালন করা উচিত। তরুণী করলেনও সেটাই। বিবাহবিচ্ছেদের পর চোখধাঁধানো আয়োজন করে ‘পার্টি’ দিলেন তিনি। সেই উপলক্ষে কেক কাটলেন। কাঁচি চালালেন বিয়ের পোশাকেও। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ইন্ট্রোভার্ট’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, নীল রঙের লেহঙ্গা পরে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। দেওয়ালে কাগজ দিয়ে লেখা, ‘হ্যাপি ডিভোর্স’। টেবিলের উপর একটি কেক রাখা রয়েছে। সেখানেও একই লেখা। দেখে বোঝা যাচ্ছে যে, তরুণীর সদ্য বিবাহবিচ্ছেদ হয়েছে। সেই উপলক্ষেই উদ্‌যাপন করছেন তিনি।

কেক কাটার পর মাথায় দিলেন লাল রঙের ওড়না। বিয়ের সময় সেই ওড়না ব্যবহার করেছিলেন তরুণী। কাঁচি দিয়ে সেই ওড়না কেটে ফেললেন তিনি। ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ়ও দিতে দেখা গেল তাঁকে। কেকও খেলেন তিনি। তরুণী শুধুমাত্র সেখানেই থামলেন না। তাঁর বিয়ের ছবি হাতে নিলেন তরুণী। টেনে ছিঁড়ে ফেললেন সেগুলি।

Advertisement

বিবাহবিচ্ছেদ দিয়ে খুবই আনন্দিত তিনি। আনন্দ যেন ধরে না তরুণীর। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক তাঁর উদ্দেশে করে বলেছেন, ‘‘বিচ্ছেদের পর নতুন জীবন খুব ভাল করে কাটাবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement