Saif Ali Khan attacked

‘একেবারে নাচতে নাচতে বাড়ি ঢুকলেন!’ সইফের বাড়ি ফেরা নিয়ে কোন প্রশ্ন তুললেন সঞ্জয় নিরুপম?

মঙ্গলবার বাড়ি ফিরে বৃদ্ধাঙ্গুষ্ঠ উঁচিয়ে সইফ আলি খান বুঝিয়ে দেন, তিনি ঠিক আছেন। এ বার অভিনেতার সুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন শিবসেনার প্রাক্তন সাংসদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৯:১১
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ক্ষত গভীর ছিল। শিরদাঁড়ায় গেঁথে ছিল আড়াই ইঞ্চির ছুরির ফলা। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পৌঁছন সইফ আলি খান। অস্ত্রোপচার করানো হয় অভিনেতার। কিন্তু মঙ্গলবার যখন বাড়ি পৌঁছন, তখন পরনে সাদা শার্ট, জিন্‌স। বাঁ হাতের কব্জিতে বাঁধা ব্যান্ডেজ। ছোট করে ছাঁটা চুল, পরিষ্কার কামানো দাড়ি। ঢুকে আলোকচিত্রীদের উদ্দেশে হাতও নাড়েন তিনি। বৃদ্ধাঙ্গুষ্ঠ উঁচিয়ে বুঝিয়ে দেন, তিনি ঠিক আছেন। আপাতদৃষ্টিতে অনেকেরই সুস্থ মনে হয়েছে সইফকে। অভিনেতার এমন ঋজুতা দেখে প্রশ্ন তুলেছেন শিবসেনার প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম। তিনি প্রশ্ন করেন, ‘‘যাঁর এমন একটা অস্ত্রোপচার হয়েছে, তিনি কী ভাবে এমন নাচতে নাচতে বাড়ি ঢুকলেন?’’

Advertisement

বান্দ্রার মতো অভিজাত এলাকায় সইফের বাড়িতে এমন একটা ঘটনায় স্তম্ভিত বলি তারকারা। অনেকেই বলতে শুরু করেন, মুম্বই আর আগের মতো সুরক্ষিত নেই। তাতেই প্রশ্ন সঞ্জয়ের। তিনি সাধারণ মুম্বইবাসী হিসাবে নাকি জানতে চান, ‘‘আমার একটা সরল প্রশ্ন, চিকিৎসাবিজ্ঞান এতটাই উন্নতি করেছে যে সইফ একেবারে নাচতে নাচতে বাড়ি ফেরেন! আমার মনে হয়, পরিবারের তরফ থেকে জানানো উচিত, ঠিক কতটা আহত হয়েছিলেন তিনি। সইফ এমন ভাবে হাসপাতাল থেকে বেরোলেন, যেন কিছুই হয়নি!’’

শুধু তা-ই নয়, চিকিৎসকদের কাছেও প্রশ্ন করেছেন এই প্রাক্তন সংসাদ। তাঁর কথায়, ‘‘যাঁর ৬ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে, তিনি চার দিনে চাঙ্গা হয়ে গেলেন কী ভাবে?’’ যদিও সঞ্জয়ের মন্তব্যের বিপক্ষে মত জানিয়েছেন শিবসেনার বর্তমান নেতা আনন্দ দুবে। তিনি সঞ্জয়কে পাল্টা উপদেশ দেন, লীলাবতী হাসপাতালে নিজের মাথার চিকিৎসা করানোর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement