Bizarre News

‘প্রেতের সঙ্গে’ ২০ বছর সঙ্গম, ‘প্রেমিকের বিষদাঁত’ দেখে বিচ্ছেদ! তরুণীর দাবি ঘিরে হইচই

তিনি যখন ঘুমিয়ে পড়তেন তখন এক ‘অশরীরী’ নাকি তাঁর ঘরে প্রবেশ করত। প্রতি রাতে তরুণীকে আদর করত সেই ‘অশরীরী’।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৭
Share:

—প্রতীকী ছবি।

২০ বছর ধরে সম্পর্কে ছিলেন। কিন্তু ‘প্রেমিক’ কেমন দেখতে তা ই জানতেন না তরুণী। অথচ প্রতি রাতে নাকি সঙ্গমে লিপ্ত হতেন তাঁরা। তরুণীর দাবি, টানা ২০ বছর ধরে ‘প্রেত’-এর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তা নিয়ে কোনও সমস্যাও ছিল না তাঁর। ‘প্রেত’কে হঠাৎ এক রাতে নাকি দেখতে পান তরুণী। ‘প্রেমিক’-এর ‘বিষদাঁত’ এবং ভয়াবহ রূপ দেখার পর তার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তরুণী।

Advertisement

ঘটনাটি দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় ঘটেছে। তরুণীর নাম পাওলা ফ্লোরেজ়। স্থানীয় টেলিভিশনের একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় পাওলা বলেন, ‘‘আমি এক দিন শুয়েছিলাম। হঠাৎ আমার পায়ে কারও স্পর্শ অনুভব করি। মনে হচ্ছিল, কেউ আমার পায়ের পাতা ছুঁয়ে বুকের উপর হাত রাখছে।’’ পাওলার দাবি, স্পর্শ অনুভব করলেও কাউকে দেখতে পাননি তিনি। তরুণী সাক্ষাৎকারে জানান, তিনি যখন ঘুমিয়ে পড়তেন তখন এক ‘অশরীরী’ তাঁর ঘরে প্রবেশ করত।

প্রতি রাতে তরুণীকে আদর করত সেই ‘অশরীরী’। টানা ২০ বছর ধরে প্রতি রাতে সঙ্গমে লিপ্ত হতেন তরুণী। এমন এক ‘প্রেতের সঙ্গে’ শারীরিক সম্পর্ক বজায় রেখে সুখী ছিলেন বলেও দাবি করেছেন পাওলা। কিন্তু এক রাতে আদরের সময় ‘প্রেতের’ মুখ দেখে ফেলেন তিনি। তার পরেই সেই সম্পর্কে ইতি টানতে চান পাওলা।

Advertisement

তরুণী বলেন, ‘‘ও রাতে আমায় আদর করছিল। সেই সময় আমি হঠাৎ ওর মুখ দেখতে পাই। ঠোঁটের দু’পাশ থেকে ধারালো বিষদাঁত বেরিয়ে এসেছে। মুখটিও খুব বাজে। আমার অভক্তি জাগে। আর এই সম্পর্কে থাকতে চাই না আমি।’’ পাওলার এমন দাবি শুনে মার্টিজ়া নামে এক স্থানীয় মনোরোগ বিশেষজ্ঞ জানান যে, তরুণীর সঙ্গে যা হচ্ছে তা স্বাভাবিক নয়। এই ধরনের ঘটনাগুলি আলাদা ভাবে দেখা প্রয়োজন বলেও দাবি করেন তিনি। আবার এক স্থানীয় মন্তব্য করেছেন, ‘‘তরুণী মনে হয় ভুল করে তাঁর প্রতিবেশীকে দেখে ফেলেছিলেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement