Viral Video Of Crocodile

লেজ ধরে টানাটানি, কুমিরের মুখে নিজের মুখও ঢুকিয়ে দিলেন তরুণ! তার পর…

কুমিরের আক্রমণ থেকে কী ভাবে বার বার বেঁচে যেতে পারেন তাই হাসিমুখে দর্শককে দেখাচ্ছেন তিনি। কখনও কুমিরের লেজ ধরে টানছেন। আবার কখনও কুমিরের মুখের ভিতর নিজের হাত ঢুকিয়ে দিচ্ছেন তরুণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১১:৫৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মেঝের উপর উপুড় হয়ে শুয়েছিলেন তরুণ। জলে ভেজা মেঝেয় সমস্ত শরীরে ভর দিয়ে নিজেকে পিছলে এগিয়ে দিলেন তিনি। সোজা গিয়ে পড়লেন কুমিরের মুখের সামনে। কিন্তু ভয় পেলেন না। বরং কুমিরের লেজ ধরে টানাটানি করতে শুরু করলেন তরুণ। কুমিরের মুখের ভিতর নিজের হাত-মুখও ঢুকিয়ে দিচ্ছিলেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘অ্যারন১৯৮০৯৬’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাহসের লড়াই দেখানোর প্রতিযোগিতায় নেমেছেন এক তরুণ। কুমিরের আক্রমণ থেকে কী ভাবে বার বার বেঁচে যেতে পারেন তাই হাসিমুখে দর্শককে দেখাচ্ছেন তিনি। কখনও কুমিরের লেজ ধরে টানছেন। আবার কখনও কুমিরের মুখের ভিতর নিজের হাত ঢুকিয়ে দিচ্ছেন তরুণ।

কুমিরটি যখন তরুণের হাতে কামড় বসাতে যাবে, ঠিক তখনই হাত বার করে দিচ্ছেন তরুণ। এমনকি, সাহসের পরিচয় দিতে গিয়ে কুমিরের মুখের ভিতর নিজের মুখ ঢুকিয়ে দিলেন তিনি। কুমিরটিও মুখ হাঁ করে শুয়েছিল। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে তরুণকে নিয়ে ভয় প্রকাশ করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক নেটব্যবহারকারী তরুণকে উদ্দেশ করে মন্তব্য করেছেন, ‘‘তোমার তো খুব সাহস! প্রাণের মায়া নেই তোমার? এমন কাজ আর কখনও করবে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement