Viral News

‘বিপজ্জনক’ সাইনবোর্ডকে পাত্তা না দিয়ে নিজস্বী তোলার চেষ্টা, হরিদ্বারে ৭০ ফুট খাদে পড়লেন তরুণী

প্রাকৃতিক সৌন্দর্য দেখে আর লোভ সামলাতে পারেননি তরুণী। খাদের ধারে দাঁড়িয়ে নিজস্বী তোলার চেষ্টা করছিলেন তিনি। ঠিক তখনই ঘটে বিপদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ১২:৫৩
Share:

—ফাইল চিত্র।

বাবা-মায়ের সঙ্গে হরিদ্বার ঘুরতে গিয়েছিলেন তরুণী। সকাল সকাল উঁচু পাহা়ড়ের উপর মন্দির পরিদর্শনে গিয়েছিলেন তিন জন। চার দিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আর লোভ সামলাতে পারেননি তরুণী। খাদের ধারে দাঁড়িয়ে নিজস্বী তোলার চেষ্টা করছিলেন। ঠিক তখনই ঘটে বিপদ। নিজস্বী তুলতে গিয়ে পা পিছলে ৭০ ফুট খাদে পড়ে যান তিনি।

Advertisement

শনিবার সকালে ঘটনাটি হরিদ্বারের শিবালিক পর্বতমালার একটি পাহাড়ের চূড়ায় থাকা মন্দিরের কাছে ঘটেছে। ২৮ বছর বয়সি তরুণীর নাম রেশু। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বাসিন্দা তিনি।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি নজরে পড়ার পর সঙ্গে সঙ্গে তরুণীকে উদ্ধার করতে ছুটে যান স্থানীয়েরা। আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে হৃষিকেশের এমসে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Advertisement

পুলিশের দাবি, জায়গাটি বিপজ্জনক বলে সেখানে সাইনবোর্ড লাগানো রয়েছে। তবুও মন্দিরের দর্শনার্থীরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য খাদের ধারে নিজস্বী তোলার জন্য চলে যান। এই বিষয়ে খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement