ছবি: এক্স থেকে নেওয়া।
রাস্তার মাঝখানে সেজেগুজে চুলোচুলি তরুণীদের দুই দলের মধ্যে। চুলের মুঠি ধরে একে অপরকে মাটিতে ফেলে মারছেন তাঁরা। তবে কে কাকে মারছেন, তা বোঝার উপায় নেই। এমনই একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রকাশ্যে একটি রাস্তার মাঝখানে মারপিট করছেন জনা পনেরো তরুণী। দু’টি দলে ভাগ হয়ে মারমারি করছেন তাঁরা। তাঁরা সকলেই বেশ সেজেগুজে রয়েছেন। তাঁদের মূল লক্ষ্য একে অপরের চুল। চুল ধরে মাটিতে ফেলে একে অপরকে মারছেন তাঁরা। মাঝেমধ্যে একটা-দুটো কিল-চড়়-ঘুষিও পড়ছে। তাঁদের ঘিরে প্রচুর মানুষের ভিড় জমে গিয়েছে। তবে কাউকেই রণে ভঙ্গ দিতে দেখা যায়নি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
গত ১৮ জানুয়ারি ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ভাইরাল সেই ভিডিয়ো ইতিমধ্যেই অনেক মানুষ দেখেছেন। বহু বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিয়োটি দেখার পর। নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্যও করেছেন। এক জন লিখেছেন, ‘‘তরুণীরা যে ভাবে একে অপরের চুল টানছেন তাতে মনে হচ্ছে যেন শ্যাম্পুর বিজ্ঞাপন চলছে। খুব মজা পেলাম এ রকম মারপিট দেখে।’’ অনেকে আবার রাস্তার মাঝখানে বিপজ্জনক ভাবে মারপিট করার জন্য ওই তরুণীদের সমালোচনা করেছেন।