Ration Dealers

গ্রাহকদের থেকে বেশি টাকায় ‘না’ ডিলারদের

রেশন ডিলারদের কমিশন বাড়ানোর দাবি দীর্ঘ দিনের। বর্তমানে প্রতি কুইন্টাল খাদ্যশস্যে ৪৫ টাকা কমিশন দিয়ে থাকে কেন্দ্র। নিয়মানুযায়ী রাজ্যকে ন্যূনতম সমান অর্থ কমিশন হিসাবে দিতে হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ০৬:৩৪
Share:

— প্রতীকী চিত্র।

রেশন ডিলারদের লাভের অঙ্ক বৃদ্ধি করতে গ্রাহকদের কাছ থেকে বাড়তি অর্থ উসুল করার পরামর্শ দিয়েছিল নীতি আয়োগ। রেশন ডিলারেরা আজ তা পত্রপাঠ খারিজ করে দিয়েছেন।

Advertisement

রেশন ডিলারদের কমিশন বাড়ানোর দাবি দীর্ঘ দিনের। বর্তমানে প্রতি কুইন্টাল খাদ্যশস্যে ৪৫ টাকা কমিশন দিয়ে থাকে কেন্দ্র। নিয়মানুযায়ী রাজ্যকে ন্যূনতম সমান অর্থ কমিশন হিসাবে দিতে হয়। তবে রাজ্য চাইলে নিজেদের কমিশনের অর্থ বাড়াতে পারে। কেন্দ্রীয় ওই কমিশনের পরিমাণ একশো টাকা করার জন্য দীর্ঘ সময় ধরে দাবি জানিয়ে আসছেন রেশন ডিলারেরা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, ‘‘আমাদের লক্ষ্য কেন্দ্র যাতে একশো টাকা কমিশন দেয়। তা হলে রাজ্যও একশো টাকা দিতে বাধ্য থাকবে। সব মিলিয়ে কুইন্টাল পিছু দু’শো টাকা কমিশন দেওয়া হোক এটাই আমাদের দাবি। কিন্তু নীতি আয়োগের আজকের বৈঠকে কেন্দ্রের পক্ষ থেকে কমিশন বৃদ্ধির পরিবর্তে আপাতত গ্রাহকদের কাছ থেকে প্রতি কিলোগ্রামে এক টাকা করে বাড়তি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে রেশন ডিলারদের ভাবমূর্তি খারাপ হওয়ার আশঙ্কা থাকায় ওই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে।’’

গত কাল সাত রাজ্যের রেশন ডিলারদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লির বাড়িতে বৈঠক করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সেখানেও রেশন ডিলারদের কমিশন বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়। সূত্রের মতে, অমিত ১৫-২০ দিন পরে ফের এ নিয়ে বৈঠকে বসবেন বলে আশ্বাস দিয়েছেন। সূত্রের মতে, তিনি সংগঠনের প্রতিনিধিদের জানিয়েছেন, ডিলারদের দাবি মেটানোর প্রশ্নে সমবায় মন্ত্রকের পক্ষে কিছু করা সম্ভব হবে কি না, তা তিনি আগামী বৈঠকে জানিয়ে দেবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement