Viral Video

বাংলাদেশে ট্রেনের মাথায় চড়ে সফর! ভারতীয় যুবক দিলেন ‘বিশেষ’ বার্তাও, প্রকাশ্যে ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। এক কোটি বারেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। উল্লেখ্য, ভারতীয় ওই যুবকের নাম রাহুল গুপ্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৯:১৬
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

গ্রাম বা মফস্‌সলে বাস বা ভ্যানের মাথায় চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করার দৃশ্য মাঝেমধ্যেই দেখা যায়। তবে বাংলাদেশে গিয়ে একেবারে ট্রেনের মাথায় চড়ে সফর করলেন এক যুবক। ভারতীয় যুবকের এ-হেন কীর্তিতে ইতিমধ্যেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সেই ভিডিয়ো দেখে উদ্বেগও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেললাইন দিয়ে ছুটে চলেছে একটি ট্রেন। দু’পাশে হু-হু করে পেরিয়ে যাচ্ছে পথঘাট, বাজার, মানুষজন। আর ট্রেনের একেবারে সামনের অংশের মাথায় শুয়ে রয়েছেন এক যুবক। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘বন্ধুরা, আমি বাংলাদেশে এসে ট্রেনের মাথায় চড়ে যাচ্ছি। কিন্তু আপনারা কেউ এই কাজ করবেন না। এই কাজ যথেষ্ট ঝুঁকিপূর্ণ।’’

ভাইরাল সেই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। এক কোটি বারেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। উল্লেখ্য, ভারতীয় ওই যুবকের নাম রাহুল গুপ্ত। তিনি সমাজমাধ্যম ইনস্টাগ্রামের একজন কন্টেন্ট ক্রিয়েটার। ১৫ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। তাঁর ওই ভিডিয়ো দেখে অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন। মজা করে এক জন লিখেছেন, ‘‘যমরাজ নিশ্চয়ই ওই দিন ছুটিতে ছিলেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement