—ছবি: পিটিআই।
ব্যস্ত হাইওয়েতে নেমে এল আস্ত এক বিমান। জরুরি অবতরণের সময় হাইওয়েতে চলা তিনটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আড়াআড়ি ভাবে দু’টুকরো হয়ে গেল বিমানটি। বুধবার আমেরিকার দক্ষিণ টেক্সাসের হাইওয়েতে জোড়া ইঞ্জিনের ছোট একটি প্রপেলার বিমানকে দু’ভাগে বিভক্ত হতে দেখলেন পথচারীরা। জরুরি কারণে হাইওয়ের মাঝেই বিমানটি নামানোর চেষ্টা করেন বিমানচালক। নামার সময় পর পর চলন্ত গাড়িতে ধাক্কা মারে বিমানটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিকেলের দিকে টেক্সাসের ভিক্টোরিয়ায় স্টেট হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দু্র্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে, বিমানটি মাঝের অংশ থেকে দুই ভাগে আলাদা হয়ে যায়। দু্র্ঘটনায় মোট চার জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে তিন জনের আঘাত তেমন গুরুতর নয়। তবে চতুর্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
বিমান দুর্ঘটনার ভিডিয়োটি এক্স সমাজমাধ্যমের একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ‘ড্রামা অ্যালার্ট’ নামের একটি অ্যাকাউন্ট থেকে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে তাতে দেখা গিয়েছে, দু্র্ঘটনাগ্রস্ত বিমানটি খুব নিচু দিয়ে উড়ে যাচ্ছে। হঠাৎ করেই সেটি রাস্তায় নেমে পড়ে। নামার আগে বেশ কয়েকটি যানবাহনকে আঘাত করতে করতে নামে সেটি। ভিডিয়োয় পরে দেখা গিয়েছে বিমানটি দু’টুকরো অবস্থায় রাস্তায় ভেঙে পড়ে রয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিমানটির টুকরোগুলিকে একত্র করার কাজ চলছে। ঘটনার জেরে হাইওয়েতে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে।