ছবি: এক্স থেকে নেওয়া।
ক্ষুধার্ত শিশুর জন্য স্টেশনে খাবার কিনতে নেমেছিলেন পরিযায়ী শ্রমিক দম্পতি। কিন্তু হঠাৎই ট্রেন ছেড়ে দেয়। আতঙ্কে প্ল্যাটফর্মের মধ্যেই দৌড়োদৌড়ি শুরু করেন। দৌড়তে দৌড়তেই ট্রেনের শেষ কামরায় থাকা গার্ডকে বিষয়টি জানান। শেষমেশ ট্রেনের মানবিক গার্ডের চেষ্টায় শিশুকে ফিরে পেলেন তাঁরা। এমনই এক মন ভাল করে দেওয়া ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ওই ভিডিয়ো অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইতারসি স্টেশনে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
এক্স হ্যান্ডলে পোস্ট করা ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ইতারসি স্টেশনে ক্ষুধার্ত শিশুর জন্য খাবার কিনতে নেমে পড়েন ওই পরিযায়ী শ্রমিক দম্পতি। তবে খাবার কেনার সময় হঠাৎই ট্রেন ছেড়ে দেয়। ট্রেনের পিছনে দৌড়তে শুরু করেন তাঁরা। শেষ কামরায় থাকা ট্রেনের গার্ডকে চিৎকার করে ট্রেন থামাতে বলেন। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেন ওই গার্ড। ট্রেন থামিয়ে দেন। সেই ভিডিয়োয় প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। বহু বার ভিডিয়োটি দেখা হয়েছে। লাইক কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। ট্রেনের ওই গার্ডের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এই ধরনের মানুষ এখনও রয়েছেন বলে মনুষ্যত্বের উপর থেকে বিশ্বাস হারিয়ে যায়নি।’’