Viral Video

লক্ষ লক্ষ টাকা খরচ, আমন্ত্রিত হাজার দেড়েক, ধুমধাম করে প্রিয় গাড়ির ‘শ্রাদ্ধ’ করলেন ব্যবসায়ী!

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গুজরাতের আমরেলি জেলায়। নির্মাণ ব্যবসায়ী সঞ্জয় পোলারা মনে করেন তাঁর সৌভাগ্যের চাবিকাঠি ১২ বছরের পুরনো তাঁর ওই গাড়ি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১১:৩০
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

প্রিয় জনের মৃত্যুর পর শ্রদ্ধা জানাতে অনেকেই শেষকৃত্য অনুষ্ঠান করেন এলাহী ভাবে। কিন্তু তা বলে গাড়ির ‘শ্রাদ্ধ’! তা-ও আবার ৪ লক্ষ টাকা খরচ করে, দেড় হাজার লোক খাইয়ে! এমন কি কেউ কখনও শুনেছেন? অবিশ্বাস্য মনে হলেও এমনই কাণ্ড ঘটিয়েছেন গুজরাতের এক পরিবার। ১২ বছরের পুরনো প্রিয় গাড়িকে বিদায় জানিয়েছেন জমকালো অনুষ্ঠান করে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গুজরাতের আমরেলি জেলায়। নির্মাণ ব্যবসায়ী সঞ্জয় পোলারা মনে করেন তাঁর সৌভাগ্যের চাবিকাঠি ১২ বছরের পুরনো তাঁর ওই গাড়ি। মনে করেন, তাঁর ব্যবসায়িক সাফল্য, সুনাম সবই ওই গাড়ির জন্য। তাই সম্প্রতি সেই গাড়ি বিক্রি করে দেওয়ার বদলে সেটির ‘শ্রাদ্ধ’ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো গাড়িটিকে ফুল-মালা দিয়ে ঢেলে সাজিয়ে মাটি থেকে ১৫ ফুট নীচে চাপা দিয়ে দেওয়া হয়। এর পর আগত অতিথিদের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থাও করা হয়। অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি পুরোহিতেরাও ছিলেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

গাড়ির শ্রাদ্ধ দেওয়ার পর সঞ্জয় জানিয়েছিলেন, ভবিষ্যত প্রজন্মের কাছে গাড়িটির প্রতি ভালবাসা এবং স্মৃতি তৈরি করার জন্য অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন তিনি।

Advertisement

এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। অনেকে মজার মজার মন্তব্যও করেছেন ভিডিয়োটি দেখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement