viral news of newborn

‘অর্থের বিনিময়ে দত্তক দিতে চাই সন্তানকে’, সমাজমাধ্যমে আবেদন মায়ের! কী ঘটল তার পর?

সন্তানকে দত্তক দেওয়ার জন্য সমাজমাধ্যমের একটি গ্রুপে পোস্ট করেছিলেন তরুণী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১০:৩৬
Share:

—প্রতীকী ছবি।

জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই নিজের নবজাতককে অনলাইনে বিক্রির চেষ্টা করলেন এক মহিলা। অর্থের বিনিময়ে সমাজমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সদ্যোজাত সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে আমেরিকার এক তরুণীর বিরুদ্ধে।

Advertisement

জুনিপার ব্রাইসন নামের ২১ বছরের তরুণী আমেরিকার টেক্সাসের বাসিন্দা। সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি তিনি একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সন্তানের জন্মের পরে জুনিপার তাঁর পুত্রের একটি ছবি তুলে তাকে দত্তক নেওয়ার আবেদন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন ‘‘জন্মদাত্রী মা, দত্তক পিতা-মাতার সন্ধান করছেন।’’

এই খবরটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। জুনিপার সন্তানকে দত্তক দেওয়ার জন্য সমাজমাধ্যমের একটি গ্রুপে পোস্ট করেছিলেন বলে অভিযোগ। সেই আবেদন দেখে বেশ কয়েক জন দত্তক নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। কিন্তু তাঁরা জানতেন না, অর্থের বিনিময়ে সন্তানকে দত্তক দিতে চাইছেন জুনিপার। ব্রাইসনের আবেদনে মোট সাতটি পরিবার শিশুটিকে দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করে। এক দম্পতি কয়েকশো কিলেমিটার দূর থেকে এসে শিশুটিকে নিতে চেয়েছিলেন। জুনিপার তাঁদের কাছে টাকা চাইলে তাঁরা ফিরে যান।

Advertisement

তবে সমাজমাধ্যমের সেই পোস্টেই অর্থের বিনিময়ে সন্তানকে অন্যের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। এমনকি সন্তান প্রতিপালনের দায়িত্ব নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলার জন্য পরিবারের এক সদস্যের কাছে সাহায্য প্রার্থনাও করেছিলেন জুনিপার। কারণ তিনি নিজের সন্তানকে সরকারি আশ্রয়ে দিতে চাননি। জুনিপার চেয়েছিলেন সন্তানের বিনিময়ে যে অর্থ তিনি পাবেন তা দিয়ে বাড়ির কিস্তি শোধ করবেন ও চাকরির খোঁজ করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement