ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
দিনদুপুরের রাস্তায় তেমন ভিড় নেই। রাস্তার দু’দিক থেকে বাইক এবং স্কুটারের যাতায়াত চলছে। তবে রাস্তা পার হওয়ার সময় ফোনেই মগ্ন হয়ে পড়েছিলেন তরুণ। রাস্তার দিকে তাঁর নজর নেই। মোবাইল ফোনের দিকেই চোখ রয়েছে তাঁর। রাস্তা পার হওয়ার সময় এক পুলিশের বাইকের সঙ্গে প্রায় ধাক্কা খাচ্ছিলেন তিনি। তরুণের অসাবধানতায় ক্ষুব্ধ হয়ে পড়লেন পুলিশকর্মী। তরুণের গালে সপাটে চড় বসিয়ে দিলেন তিনি। সমাজমাধ্যমে এমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘হেট ডিটেক্টর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, ফোন দেখতে দেখতে অমনোযোগী হয়ে রাস্তা পার হচ্ছেন এক তরুণ। রাস্তা পার হতে গিয়ে একটি বাইকের সঙ্গে প্রায়ই ধাক্কা লাগছিল তাঁর। সেই বাইকটি চালাচ্ছিলেন এক পুলিশকর্মী। বাইকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার সম্ভাবনা ছিল তরুণের। তাঁর এমন আচরণ লক্ষ করে বাইকে বসেই তরুণের গালে সপাটে চড় বসিয়ে দিলেন সেই কর্মী।
চড় মেরে সেখান থেকে চলে গেলেন পুলিশকর্মী। কিন্তু চড় খেয়ে গালে হাতে দিয়ে যন্ত্রণায় রাস্তায় বসে পড়লেন তরুণ। ঘটনাটি তামিলনাড়ুর কোয়েমবত্তূর ঘটেছে। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ভিডিয়ো আকারে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই তরুণের নাম মোহন রাজ। বেসরকারি সংস্থায় চাকরি করেন তিনি। অফিসের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনবেন বলে বেরিয়েছিলেন তিনি। ফোন দেখতে দেখতে রাস্তা পার হওয়ার সময় পুলিশের বাইকের সামনে গিয়ে পড়েন মোহন। ভিডিয়োটি দেখার পর পুলিশকর্মীকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে নেটপাড়ায়। প্রথমত তিনি নিজে হেলমেট না পরে ট্র্যাফিক আইন অমান্য করেছেন। দ্বিতীয়ত, এক তরুণকে এ ভাবে মারার জন্যও তাঁকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। ওই পুলিশকর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা প্রয়োজন বলে দাবি করেছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ।