viral video

পা শূন্যে তুলে শুঁড়ে ভর দিয়ে শীর্ষাসন! তাক লাগাল ‘বাবা রামদেবের চেলা’র ভিডিয়ো!

বিশাল চেহারা নিয়ে মাথা ও শুঁড়ে ভর দিয়ে পা শূন্যে তুলে দিয়ে দাঁড়িয়ে পড়তে দেখা গিয়েছে একটি হাতিকে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা অদ্ভুত এই ভিডিয়োটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৩:০০
Share:

ছবি: সংগৃহীত।

স্থূল চেহারা কমাতে বা শরীরকে রোগমুক্ত রাখতে আমরা প্রায়ই নানা যোগব্যায়ামের অনুশীলন করি। যদি দেখা যায় একই কসরতে শামিল হচ্ছে পশুরাও! এমনই এক আশ্চর্য ভিডিয়ো নজর কেড়েছে সমাজমাধ্যমে যা দেখে তাক লেগে গিয়েছে অনেকেরই। বিশাল চেহারা নিয়ে মাথা ও শুঁড়ে ভর দিয়ে পা শূন্যে তুলে দিয়ে দাঁড়িয়ে পড়তে দেখা গিয়েছে একটি হাতিকে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা অদ্ভুত এই ভিডিয়োটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি ইতিমধ্যেই ১০ লক্ষ বার দেখা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি হাতিকে স্নান করাচ্ছিলেন এক মহিলা। হাতিটির পেটের দিক পরিষ্কার করার জন্য তিনি হাতিটিকে নির্দেশ দিতেই প্রাণীটি সঙ্গে সঙ্গে সঙ্গেই পিছনের পা দুটি তুলে দেয়। মাথা ও শুঁড়ের সাহায্যে শরীরকে নিয়ন্ত্রণ করে রাখে হাতিটি। এই দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটাগরিকেরা। পোস্টে প্রচুর মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁরা।

এক জন লিখেছেন, ‘‘এটি উন্নত ধরনের যোগব্যায়াম।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘যে ভাবে হাতিটি তার পা উপরে এবং নীচে রেখেছে তা দেখে মনে হচ্ছে এটি সত্যিই পেশাদার।’’ আর এক জন নেট ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘‘বাবা রামদেবের হাতি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement