ছবি: সংগৃহীত।
ঘাসের উপর শুয়েছিল একটি হরিণ। তার পিছনে দাঁড়িয়ে রয়েছে একটি বিশালাকার কোমোডো ড্রাগন। হঠাৎ হরিণটির মাথা মুখে পুরে তা কামড়াতে শুরু করল সে। ধীরে ধীরে পুরো হরিণটিই গলাধঃকরণ করল কোমোডো ড্রাগনটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি হরিণ শুয়ে রয়েছে। তার পিছনে কোমোডো ড্রাগন। হঠাৎ হরিণের মাথা মুখের ভিতর পুরে চিবোতে শুরু করল সে। আসলে হরিণটি আগে থেকেই শিকার করে রেখেছিল কোমোডো ড্রাগনটি। শিকার করার পর তা আয়েশ করে খাচ্ছে সে। মাথা থেকে শুরু করে ধীরে ধীরে আস্ত হরিণ গিলে ফেলল সে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখে খুবই ভয় লাগল। কী ভাবে গিলে খেয়ে ফেলল হরিণটিকে!’’
বিশ্বের ভীষণদর্শন সরীসৃপগুলির মধ্যে অন্যতম কোমোডো ড্রাগন। এই সরীসৃপের দৈর্ঘ্য সাধারণত তিন মিটারের কাছাকাছি হয়। ওজন হয় প্রায় ৭০ কেজি পর্যন্ত। বিশাল শরীর নিয়ে জঙ্গলের অন্য প্রাণীদের রীতিমতো দমিয়ে রাখে তারা। পাখি, স্তন্যপায়ী সব ধরনের প্রাণীকেই নিজের খাদ্য বানিয়ে নেয় এরা। কোমোডো ড্রাগনের আদি বাস ইন্দোনেশিয়ায়। এদের জন্য বনের হরিণ থেকে শূকর সবাই বেশ ভয়ে ভয়েই থাকে। এরা প্রতি ঘণ্টায় ১৫ মাইল বেগে ছুটতে পারে। এদের লালায় প্রায় ৫০ রকমের ব্যাক্টেরিয়া থাকে।