ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গলের ভিতর সাফারি করছিলেন পর্যটকেরা। হঠাৎ তাঁদের নজর পড়ল উঁচু গাছের ডালে। সেখানে দাঁড়িয়ে রয়েছে একটি চিতাবাঘ। জঙ্গলের দিকে তাকিয়ে নজরদারি করছে যেন। ক্যামেরা ঘুরিয়ে দেখা গেল, চিতাবাঘের নজর আসলে একটি গন্ধগোকুলের দিকে। গাছের ডাল থেকে ঝাঁপ দিয়ে নেমে তার দিকেই গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘লেটেস্ট সাইটিংস’ নামের অ্যাকাউন্ট থেকে ইউটিউবের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, জঙ্গলে ঝোপের ভিতর ঘোরাফেরা করছে একটি গন্ধগোকুল। এক চিতাবাঘ ঝোপের বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে তাকে লক্ষ করছে। হঠাৎ পিছনের দিকে হাঁটা লাগাতে শুরু করল গন্ধগোকুল। চিতাবাঘ তো সে দিকেই লুকিয়ে!
গন্ধগোকুল যেন তাকে দেখতে না পায় তাই মুখ নীচু করে মাটির সঙ্গে নিজের শরীর মিশিয়ে দিল চিতাবাঘটি। যেন লুকোচুরি খেলছে সে। গন্ধগোকুলও নিজের মনে রাস্তা পার হয়ে অন্য দিকের ঝোপে চলে গেল। সুযোগ বুঝে সে দিকেই হাঁটা দিল চিতাবাঘটি।
পর্যটকেরা গাড়ি নিয়ে কিছুটা এগোতেই তাঁদের ক্যামেরায় ধরা পড়ল অন্য দৃশ্য। গন্ধগোকুলটি দৌড়ে নিজের প্রাণ বাঁচাচ্ছে। তার পিছনে ছুটছে চিতাবাঘটি। ঝোপের ভিতর আরও একটি চিতাবাঘকে দেখে গন্ধগোকুলকে তাড়া করা থামিয়ে আবার ফিরে আসে অন্য চিতাবাঘটি। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার ক্রুগার জাতীয় উদ্যানে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘সাফারি করতে গিয়ে এমন দৃশ্য এত কাছ থেকে দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার।’’