Viral Video

কাজিরাঙায় রয়্যাল বেঙ্গল টাইগার দম্পতির খুনসুটি ধরা পড়ল ক্যামেরায়! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কোহোরা রেঞ্জের একটি জলাশয়ের পারে শুয়ে রয়েছে দু’টি রয়্যাল বেঙ্গল টাইগার। হঠাৎই এক জন উঠে দাঁড়িয়ে অন্য জনকে দেখে হুঙ্কার ছাড়ে। খানিকটা এগিয়েও যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১১:২০
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

লড়াই করছে রয়্যাল বেঙ্গল টাইগার দম্পতি! তবে সত্যিকারের লড়াই নয়, খানিকটা যুদ্ধ যুদ্ধ খেলা। একে অপরের সঙ্গে খুনসুটি। এমনই এক দৃশ্য ধরা পড়ল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের কোহোরা রেঞ্জে। একটি জলাশয়ের পারে দুই বাঘের কীর্তির ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কোহোরা রেঞ্জের একটি জলাশয়ের পারে শুয়ে রয়েছে দু’টি রয়্যাল বেঙ্গল টাইগার। হঠাৎই এক জন উঠে দাঁড়িয়ে অন্য জনকে দেখে হুঙ্কার ছাড়ে। খানিকটা এগিয়েও যায়। তবে অপর জন নির্লিপ্ত ভাবে শুয়ে থাকে। এর পর দু’জনে একে অপরের দিকে থাবা বাড়ায়। তবে কেউ কাউকে আক্রমণ করে না। বেশ কিছু ক্ষণ দুই বাঘের সেই খুনসুটি চলতে থাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই দৃশ্য ধরা পড়ে স্থানীয় গাইড বিশ্বজিৎ ছেত্রীর ক্যামেরায়। যদিও ব্যাঘ্রযুগলের আশপাশে যাওয়ার চেষ্টা করেননি বিশ্বজিৎ। দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন দূর থেকেই। ভাইরাল সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখেছেন। বহু বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। উল্লেখ্য, ২০২২ সালের হিসাবে ভারতে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা প্রায় ৩,৭০০। ভুটানে এবং বাংলাদেশে যথাক্রমে ১৩১ এবং ১১৪।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement