Viral Video

‘খুচরো দিবি কি না বল’, টিকিট কাটতে আসা যাত্রীর সঙ্গে বাগ্‌যুদ্ধ রেলকর্মীর! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কাউন্টারে বসে টিকিট বিক্রি করছেন এক রেলকর্মী। খুচরো ফেরত দেওয়া নিয়ে এক যাত্রীর সঙ্গে বিবাদ বেধেছে তাঁর। সেই ঘটনা ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছে ওই যাত্রীকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ০৯:৫৬
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

সামনে পড়ে রয়েছে একগুচ্ছ ২০ টাকার নোট। তবুও খুচরো দিতে চাইছেন রেলকর্মী। আর তা নিয়েই ওই কর্মীর সঙ্গে বচসা বাধল টিকিট কাটতে আসা এক যাত্রীর। চিৎকার-চেঁচামেচিও হল বিস্তর। সেই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। তবে ভিডিয়োয় যে স্টেশনের কথা বলতে শোনা গিয়েছে, সেটি মহারাষ্ট্রের মুম্বইয়ে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কাউন্টারে বসে টিকিট বিক্রি করছেন এক রেলকর্মী। খুচরো ফেরত দেওয়া নিয়ে এক যাত্রীর সঙ্গে বিবাদ বেধেছে তাঁর। সেই ঘটনা ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছে ওই যাত্রীকেই। রেলকর্মীকে দেখিয়ে যুবা যাত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমি কান্দিভালি গিয়ে ফিরে আসার জন্য টিকিট কাটতে এঁকে ৫০ টাকা দিয়েছিলাম। কিন্তু উনি আমাকে বলেন যে ওঁর কাছে খুচরো নেই। কিন্তু এই দেখুন ২০ টাকার কত নোট রয়েছে। দেখি আমাকে কী করে খুচরো না দেন।’’ এর পরেই ক্যামেরা ঘুরিয়ে কাউন্টারের ভিতরে রাখা অনেকগুলি কুড়ি টাকার নোট দেখান ওই যাত্রী। তখন ওই রেলকর্মী যাত্রীকে বলেন, ‘‘পাশে সরে যান বলছি।’’ না সরলে রেলপুলিশকে ডাকার হুমকিও দেন তিনি। তবে কিছুতেই সেখান থেকে সরতে রাজি হননি ওই যাত্রী। এর পরে দু’জনের মধ্যে রীতিমতো তর্কাতর্কি শুরু হয়। পাশে দাঁড়ানো অন্য এক জন ওই যাত্রীকে ডিজিটাল লেনদেনের পরামর্শ দিলেও তিনি রাজি হননি। এর পর অন্য এক রেলকর্মী এসে বিষয়টি মেটানোর চেষ্টা করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার বিষয়টি নিয়ে মজাও করেছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এটা রেলকর্মীদের একটা কৌশল, যাতে যাত্রীরা খুচরো না নিয়ে চলে যান।’’ আবার অন্য এক জন লিখেছেন, ‘‘এখন সবাই ১০-২০ টাকার টিকিটের জন্য ৫০০ টাকার নোট নিয়ে আসেন। খুচরো নিয়ে যাতায়াত করলেই তো হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement