Viral Video

রাগে ফোঁস ফোঁস করছে শঙ্খচূড়, শান্ত করতে মাথায় মাথা ঠেকালেন যুবক! তার পর... ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির বাগানে ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে বিশাল শঙ্খচূড়। রাগে ফোঁস ফোঁস করছে সাপটি। তার সামনেই হাঁটু মুড়ে বসে রয়েছেন এক যুবক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৭:৪০
Share:
Video of man trying to calm a huge King Cobra

ছবি: ইনস্টাগ্রাম।

সাপ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর প্রাণী। সাপ দেখলে এমনিই অনেক মানুষের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার অবস্থা হয়। তার উপর সেই সাপ যদি হয় শঙ্খচূড়, তা হলে তো কথাই নেই। শঙ্খচূড় বিশ্বের অন্যতম বিষাক্ত সাপের মধ্যে একটি। এর বিষে নিউরোটক্সিন থাকে। এই সাপের কামড়ে হৃৎস্পন্দন থেমে যেতে পারে। মৃত্যু হতে পারে শ্বাসরুদ্ধ হয়ে। সে রকমই এক বিশাল শঙ্খচূড়কে এ বার আদর করতে দেখা গেল এক যুবককে! ঘটনাটির ভিডিয়ো প্রকাশ্যে আসায় সমাজমাধ্যমে হইচই পড়ে গিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির বাগানে ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে বিশাল শঙ্খচূড়। রাগে ফোঁস ফোঁস করছে সাপটি। তার সামনেই হাঁটু মুড়ে বসে রয়েছেন এক যুবক। সাপটিকে শান্ত করার চেষ্টা করছেন তিনি। প্রথমে সাপটির মাথায় হাত বোলানোর চেষ্টা করেন যুবক। কিন্তু তাতে সাপটি যেন আরও রেগে যায়। আক্রমণাত্মক ভাবে মাথা ঝাঁকাতে থাকে বার বার। এর পর সাপটির সামনে আরও কিছু ক্ষণ বসে থাকেন যুবক। শঙ্খচূড়ের রাগ কমলে তার মাথায় মাথা ঠেকান। উপস্থিত সকলে অবাক হয়ে দেখতে থাকেন তাঁর কাণ্ড। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘পাঞ্জি পেটুয়ালাং’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। ৩০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইকও পড়েছে হাজার হাজার। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘যুবকের আত্মবিশ্বাস দেখে মুগ্ধ। কিন্তু একটু এ দিক-ও দিক হলেই বিপদ ঘটে যেতে পারত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘হাড় হিম করা ভিডিয়ো। ১৫ সেকেন্ডের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement