Bizarre

ভারতীয়দের গায়ে দুর্গন্ধ! ভারতে দাঁড়িয়েই যুবককে বললেন অস্ট্রেলীয় দম্পতি, হইচই পড়ল নেটমাধ্যমে

সমাজমাধ্যম রেডিটে ওই ব্যবহারকারী যুবক নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, সম্প্রতি দিল্লির কনট প্লেসে এক অস্ট্রেলীয় দম্পতির সঙ্গে পরিচয় হয় তাঁর। ওই দম্পতি তাঁর কাছে বিমানবন্দরে যাওয়ার রাস্তা জানতে চান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১২:৪১
Share:
Delhi man shocked after Australian couple pass comment on Indian’s Smell

—প্রতীকী ছবি।

ভারতীয়দের গায়ে দুর্গন্ধ। দিল্লিতে তাঁকে বলেছিলেন এক অস্ট্রেলীয় দম্পতি। সমাজমাধ্যমে তেমনই দাবি করলেন এক ব্যবহারকারী। সমাজমাধ্যম ব্যবহারকারী ওই যুবকের দাবিতে ইতিমধ্যেই হইচই পড়েছে। অস্ট্রেলীয় দম্পতির বিরুদ্ধে বৈষম্যবাদের অভিযোগ তুলে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement

সমাজমাধ্যম রেডিটে ওই ব্যবহারকারী যুবক নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, সম্প্রতি দিল্লির কনট প্লেসে এক অস্ট্রেলীয় দম্পতির সঙ্গে পরিচয় হয় তাঁর। ওই দম্পতি তাঁর কাছে বিমানবন্দরে যাওয়ার রাস্তা জানতে চান। তাঁদের সাহায্যের জন্য এগিয়ে যান যুবক। কাছের মেট্রো স্টেশনে নিয়ে যান দম্পতিকে। কী ভাবে মেট্রো করে বিমানবন্দরে যেতে হবে তা বুঝিয়ে দেন। যুবকের দাবি, এর পর মেট্রোর জন্য অপেক্ষা করার সময় অস্ট্রেলীয় ব্যক্তি তাঁকে বলেন, ‘‘আপনার গন্ধ বাকি ভারতীয়দের মতো নয়। আপনার গন্ধ ভাল।’’ এই শুনে অস্বস্তিতে পড়েন যুবক। তবে সেখানেই থেমে যাননি ওই ব্যক্তি। তিনি আরও বলেন, “ইন্টারনেট ভারতীয়দের গায়ের দুর্গন্ধ নিয়ে ঠিকই বলে।’’ তা শুনে তাঁর স্ত্রীও সম্মতিতে মাথা নাড়েন বলে জানিয়েছেন ভারতীয় যুবক।

যুবক জানিয়েছেন, দম্পতির কথা শুনে তিনি অবাক হয়ে যান। কী প্রতিক্রিয়া জানাবেন বুঝতে পারেন নি। রেডিটে তিনি লিখেছেন, “আমি অবাক হয়ে গিয়েছিলাম এবং অস্ট্রলীয় ব্যক্তিকে ধন্যবাদ জানাব না কি আমার দেশের সমর্থনে কথা বলব তা বুঝতে পারিনি। শেষ পর্যন্ত, আমি কোনও উত্তর দিইনি। ওদের নয়াদিল্লি মেট্রো স্টেশন থেকে অরেঞ্জ লাইন নিতে বলে চলে যাই।’’ যুবক আরও লিখেছেন, ‘‘সত্যিই খুব অদ্ভুত লেগেছিল। এক দিকে আমার প্রশংসা করা হয়, অন্য দিকে আমার দেশবাসীর বিরুদ্ধে বৈষম্যমূলক মন্তব্য করা হয়।”

Advertisement

যুবকের সেই পোস্ট ইতিমধ্যেই নেটাগরিকদের মনোযোগ আকর্ষণ করেছে। হইচই পড়েছে সমাজমাধ্যমে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ। অস্ট্রেলীয় দম্পতির বিরুদ্ধে সুরও চড়িয়েছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমি মনে করি না ওই দম্পতি আপনারও প্রশংসা করেছিল। আপনাকে খোঁচা দিতেই ওরা ওই কথা বলে।” অন্য এক জন লিখেছেন, ‘‘এই ধরনের কথা বলা অভদ্রতা। আমাদের দেশে ঘুরতে এসে আমাদেরকেই এ সব বলার সাহস হয় কী করে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement