WPDCL Recruitment 2025

শূন্যপদ ১১৪টি, কর্মী নিয়োগ করবে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা, আবেদন কী ভাবে?

তিনটি বিভাগে জুনিয়র কনসাল্ট্যান্ট (আইআর, এইচআর এবং ওয়েলফেয়ার), ডেপুটি কনসাল্ট্যান্ট (জিয়োলজিস্ট)-সহ আরও পদে নিয়োগ করা হবে কর্মী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৫:৪৯
Share:
বিদ্যুৎ ভবন।

বিদ্যুৎ ভবন। ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থায় (ডব্লিউবিএসইডিসিএল) কাজের সুযোগ। সম্প্রতি সে সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। রাজ্যের বিভিন্ন জেলা-সহ ঝাড়খণ্ডে কাজের সুযোগ পাবেন নিযুক্তরা। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

তিনটি বিভাগে জুনিয়র কনসাল্ট্যান্ট (আইআর, এইচার এবং ওয়েলফেয়ার), ডেপুটি কনসাল্ট্যান্ট (জিয়োলজিস্ট), সেফটি অফিসার, ব্লাস্টিং-ইন-চার্জ, এজেন্ট আন্ডার টিইডব্লুবি, অ্যাসিস্ট্যান্ট মাইনস সুপারিনটেনডেন্ট, সুপারভাইজ়িং অফিসার, হেলথ অফিসার, সুপারিনটেনডেন্ট, ইলেক্ট্রিক্যাল সুপারভাইজ়র, ম্যাগাজিন-ইন-চার্জ, ইনস্ট্রাক্টর-সহ বিভিন্ন বিভাগে সুপারভাইজ়র, সিনিয়র এগজ়িকিউটিভ, স্পেশাল অফিসার, অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজিন-ইন-চার্জ নিয়োগ করা হবে। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। এক বছর থাকবে কাজের মেয়াদ। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে। শূন্যপদ ১১৪টি। পদ অনুযায়ী প্রার্থীর বেতন প্রতি মাসে ২৯ হাজার টাকা থেকে ৯৪ হাজার টাকার মধ্যে হবে। প্রার্থীর বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

ডব্লিউবিএসইডিসিএল-এর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৫ মে থেকে ২৬ মে-র মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ডব্লিউবিএসইডিসিএল-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement