Viral Video

রান্নাঘরে কিসের আওয়াজ? দেখতে গিয়ে আতঙ্কে চিৎকার গৃহস্থের, জ্বলন্ত চোখ দেখেই দে দৌড়

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে আমরেলির কোভায়া গ্রামে হামিরভাই লক্ষানোত্রা নামে এক বাসিন্দার রান্নাঘরে ঢুকে পড়ে একটি সিংহ। ভিতরে ঢুকে রান্নাঘরের ১২ ফুট লম্বা দেওয়ালের মাথায় চড়ে বসে ভয়ঙ্কর প্রাণীটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১০:৪৩
Share:
Video of lion enters kitchen of a household in Gujarat’s Amreli

ছবি: এক্স থেকে নেওয়া।

রান্নাঘরের দেওয়ালের উপর বসে রয়েছে ভয়ঙ্কর সিংহ! ভিতরে ঢুকতেই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হল গৃহস্থের। মঙ্গলবার রাতে গুজরাতের আমেরিলিতে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটিকে কেন্দ্র করে সমাজমাধ্যমে ব্যাপক হইচইও পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে আমরেলির কোভায়া গ্রামে হামিরভাই লক্ষানোত্রা নামে এক বাসিন্দার রান্নাঘরে ঢুকে পড়ে একটি সিংহ। ভিতরে ঢুকে রান্নাঘরের ১২ ফুট লম্বা দেওয়ালের মাথায় চড়ে বসে ভয়ঙ্কর প্রাণীটি। আওয়াজ হচ্ছে শুনে হামিরভাইয়ের পরিবারের সদস্যেরা রান্নাঘরে যান। রান্নাঘরের দরজা খুলেই আঁতকে ওঠেন তাঁরা। দেখেন অন্ধকারে জ্বলজ্বল করছে দু’টি চোখ। এর পর টর্চ জ্বালিয়ে পশুরাজকে দেখতে পান তাঁরা। ভয় পেয়ে চিৎকার করে সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। যদিও সিংহটিকে নিরুত্তাপ ভাবে দেওয়ালের উপরেই বসে থাকতে দেখা যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। বিশেষজ্ঞদের মতে, সিংহটি কাছের কোনও জঙ্গলে ছিল। সেখান থেকেই পথ হারিয়ে লোকালয়ে ঢুকে পড়ে সে। তবে সিংহটি কারও উপর হামলা চালিয়েছে বলে এখনও জানা যায়নি।

ভাইরাল হওয়া ভিডিয়োটি একাধিক এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। ভয় পেয়েছেন বলেও জানিয়েছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement