Ramiz Raja Blunder

‘পিএসএল’ বলতে গিয়ে মুখ ফস্কে বেরিয়ে গেল ‘আইপিএল’! রামিজ়ের কাণ্ডে সমালোচনা শুরু পাকিস্তানে

ভুল করে ফেললেন রামিজ় রাজা। পাকিস্তান সুপার লিগের নাম উল্লেখ করতে গিয়ে ভুল করে আইপিএলের নাম করে ফেললেন তিনি। এই ঘটনায় পাকিস্তানেই সমালোচিত হচ্ছেন রামিজ়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৬:০৬
Share:
cricket

রামিজ় রাজা। —ফাইল চিত্র।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। এক এক করে নাম ডাকছিলেন রামিজ় রাজা। ম্যাচের সেরা ক্যাচের পুরস্কার ঘোষণা করতে গিয়েই গুলিয়ে গেল তাঁর। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নাম উল্লেখ করতে গিয়ে ভুল করে আইপিএলের নাম করে ফেললেন তিনি। এই ঘটনায় পাকিস্তানেই সমালোচিত হচ্ছেন রামিজ়।

Advertisement

ঘটনাটি হয়েছে মুলতান সুলতান বনাম লাহোর কলন্দর্স ম্যাচের পর। প্রাক্তন পাক ক্রিকেটার তথা বর্তমানে ধারাভাষ্যকার রামিজ় একে একে পুরস্কার প্রাপকদের নাম বলছিলেন। ফখর জ়মানের ক্যাচ ধরার জন্য সেরা ক্যাচের পুরস্কার পান জোশুয়া লিটল। তাঁর নাম ডাকার পর রামিজ় বলেন, “কী দুর্দান্ত ক্যাচ। আইপিএলের সেরা ক্যাচ।” নিজের ভুলও বুঝতে পারেননি রামিজ়। ফলে তা শুধরে নেননি তিনি।

এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই রামিজ়কে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন। ধারাভাষ্যকারের ভূমিকায় নতুন করে কাজ শুরু করার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন রামিজ়। সেই সময় বার বার ভারতের বিরুদ্ধে নানা কথা বলেছেন তিনি। সেই রামিজ়ই পাকিস্তান সুপার লিগের নাম করতে গিয়ে ভারতের লিগের নাম করবেন, তা ভাবতে পারেননি সমর্থকেরা।

Advertisement

এ বারই প্রথম একই সঙ্গে হচ্ছে আইপিএল ও পিএসএল। পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ায় এ বার পিএসএলের সময় পিছিয়েছে। তার মধ্যেই আইপিএলের বিরুদ্ধে অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপার লিগে নাম লেখানোর পরও কর্বিন বশকে মুম্বই ইন্ডিয়ান্স কেনে। কর্বিন পিএসএল ছেড়ে আইপিএল খেলতে চলে আসেন। এই ঘটনার পরে অভিযোগ আরও বেড়েছে। তার মাঝেই এ বার দুই লিগ গুলিয়ে ফেললেন রামিজ়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement