Viral Video

‘গুটখা-সিকঞ্জি’! লেবুর সরবতে পুদিনা পাতার সঙ্গে মেশানো হচ্ছে পান মশলা! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি শরবতের দোকানে লেবুর শরবত তৈরি করছেন বিক্রেতা। প্রথমে জলে লেবুর রস দিয়ে সেই মিশ্রণে একটি মিষ্টি তরল মিশিয়ে দেন তিনি। তার পরে পুদিনা পাতা ছড়িয়ে দেন সেই শরবতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১০:৫০
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

গরমে ঘেমেনেয়ে বাইরে থেকে ফিরলে এক গ্লাস লেবুর শরবত যেন অমৃত। শরীর এবং মন জুড়ে স্বস্তি বিরাজ করে। এমনিতে লেবুর সঙ্গে বন্ধুত্ব করে নিলে দু’দণ্ড শান্তি পাওয়া যায়। কিন্তু ধরুন, সেই লেবুর জলে কেউ গুটখা মিশিয়ে আপনাকে পরিবেশন করল! ভেবেই গা গোলাচ্ছে? অবিশ্বাস্য মনে হলেও এমনই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে গুটখা মিশিয়ে লেবুর শরবত তৈরি করছেন এক শরবত বিক্রেতা। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে কেবল রিল বানানোর জন্যই লেবুর শরবতে গুটখা মেশানো হয়েছিল কি না, তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও স্পষ্ট হয়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি শরবতের দোকানে লেবুর শরবত তৈরি করছেন বিক্রেতা। প্রথমে জলে লেবুর রস দিয়ে সেই মিশ্রণে একটি মিষ্টি তরল মিশিয়ে দেন তিনি। তার পরে পুদিনা পাতা ছড়িয়ে দেন সেই শরবতে। সব শেষে একটি গুটখার প্যাকেট খুলে শরবতে ঢেলে দেন। লেবুর শরবতে যাতে গুটখা ভাল ভাবে মিশে যায়, তার জন্য একটি ‘স্ট্র’ দিয়ে মিশ্রণটি নাড়াতে থাকেন তিনি। নিমেষে স্বচ্ছ লেবুর শরবত ঘোলাটে হয়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘ভাইরাল_ব্রিজেশ_ভ্লগস’ নামে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই হইচই ফেলেছে সমাজমাধ্যমে। লক্ষ লক্ষ বার ভিডিয়োটি দেখা হয়েছে। কেবল লাইক-ই পড়েছে প্রায় সাত লক্ষ। অনেকেই মজার মজার মন্তব্য করেছেন ভিডিয়োটি দেখে। অনেকে বিরক্তিও প্রকাশ করেছেন। এক জন নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘আমি এ সব কী দেখছি? কেন এই সব দেখছি?’’ অন্য এক জনের কথায়, ‘‘শুধুমাত্র কিছু লাইক এবং ভিউয়ের জন্য মানুষ কতটা নীচে নেমে গিয়েছে তা বোঝা যাচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement