Viral Video

পিছন থেকে জাপটে ধরে পাত্রীর গালে-ঘাড়ে চুমু যুবকের! মুখ ভার করে রইলেন পাত্র, প্রকাশ্যে ভিডিয়ো

ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের মঞ্চের মধ্যে রুপোলি শেরওয়ানি, মাথায় পাগড়ি এবং হাতে তরবারি নিয়ে বসে রয়েছেন পাত্র। তাঁর পাশেই একটি আসনে বসে পাত্রী। পরনে লাল লেহঙ্গা-চোলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ০৮:২৭
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বিয়ে— জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। কিন্তু সেই বিশেষ দিনেই অন্য এক যুবক পাত্রীকে চুমু খাওয়ায় রাগ হজম করতে হল পাত্রকে। পুরো দৃশ্য দেখেও মুখ ভারী করে বসে থাকলেন তিনি। এমনই এক ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের মঞ্চের মধ্যে রুপোলি শেরওয়ানি, মাথায় পাগড়ি এবং হাতে তরবারি নিয়ে বসে রয়েছেন পাত্র। তাঁর পাশেই একটি আসনে বসে পাত্রী। পরনে লাল লেহঙ্গা-চোলি। এমন সময় হঠাৎই মঞ্চে আগমন হয় লাল পাঞ্জাবি পরা এক যুবকের। পিছন থেকে এসে পাত্রীকে জড়িয়ে ধরেন তিনি। গলা জাপটে একের পর চুমু খেতে থাকেন পাত্রীর কাঁধে-গলায়-গালে। তবে তাতে একটুও বিচলিত হননি পাত্রী। হাসতে থাকেন তিনি। অন্য দিকে, সেই দৃশ্য দেখে প্রথমে হকচকিয়ে যান পাত্র। চোখেমুখে স্পষ্ট ফুটে ওঠে রাগ এবং বিরক্তি। তবে কিছু ক্ষণ পর আর পাত্রীর দিক থেকে চোখ ফেরান তিনি। মুখ ভারী করে বসে থাকেন মঞ্চেই। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

গত ১১ মে ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। লাইক এবং কমেন্ট করেছেন বহু মানুষ। নেটাগরিকদের একাংশের মতে, পাত্রীকে চুমু খাওয়া ওই যুবক তাঁরই প্রাক্তন প্রেমিক। যদিও অনেকেই আবার সেই মতকে মান্যতা দিতে নারাজ। তাঁদের দাবি, ওই যুবক পাত্রীর দাদা বা ভাই গোছের কেউ হবে। এক জন নেটাগরিক প্রশ্ন তুলেছেন, ‘‘কী হচ্ছে বিয়ের মঞ্চে? কে এই যুবক? পাত্রীর ভাই হলেও কেন সে এমন আচরণ করছে?”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement