Viral Video

তিন কোটি ২৫ লক্ষ নগদ! ভগিনীপতিদের ১১ লক্ষের ‘উপহার’, শ্বশুরবাড়ির পণ খুশি করল বরের মন

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মিরাটের ৫৮ নম্বর জাতীয় সড়কের উপর একটি বিলাসবহুল রিসর্টে বিয়ের আসর বসেছে। সেখানেই পাত্রের পরিবারের হাতে নোটভর্তি বড় বড় সুটকেস তুলে দেয় পাত্রীপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১০:৩৮
Share:
Video of 2.5 Crore Cash and 75 lakh for car given to groom family in a Wedding of Meerut

ছবি: এক্স থেকে নেওয়া।

আড়াই কোটি নগদ, বিলাসবহুল গাড়ি কেনার জন্য আলাদা করে ৭৫ লক্ষ। এই দুইয়ে মিলেই তিন কোটি ২৫ লক্ষের পণই তুলে দেওয়া হল পাত্রের হাতে। উত্তরপ্রদেশের মিরাটের এক মুসলিম পরিবারের বিয়েবাড়ির এমন খরচের বহর দেখে স্তম্ভিত সমাজমাধ্যম। পাত্রের হাতে যৌতুকের টাকা তুলে দেওয়ার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মিরাটের ৫৮ নম্বর জাতীয় সড়কের উপর একটি বিলাসবহুল রিসর্টে বিয়ের আসর বসেছে। সেখানেই পাত্রের পরিবারের হাতে নোটভর্তি বড় বড় সুটকেস তুলে দেয় পাত্রীপক্ষ। তাতে নগদে মোট আড়াই কোটি ছিল। গাড়ি কেনার জন্য আলাদা করে বরের হাতে তুলে দেওয়া হয় ৭৫ লাখ। ‘উপহার’ পেয়ে খুশিতে গদগদ হয়ে পড়েন পাত্র। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুসলিম সেই পরিবারের অন্য খরচের বহরও ছিল তাকলাগানো। তিন কোটি ২৫ লক্ষের পণ দেওয়ার পরেও পাত্রীপক্ষের তরফে পাত্রের ভগিনীপতিদের ১১ লক্ষ টাকা করে দেওয়া হয়। যিনি বিয়ে দিয়েছিলেন, সেই মৌলবিকে ১১ লক্ষ এবং স্থানীয় মসজিদকে আট লক্ষ টাকার দানও দেওয়া হয় পাত্রীপক্ষের তরফে। খাওয়াদাওয়ার ব্যবস্থাও ছিল এলাহি।

Advertisement

এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু নেটাগরিকের দৃষ্টি আকর্ষণ করেছে। বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের কেউ কেউ মজার মন্তব্য করলেও পণ নেওয়ার প্রতিবাদে পাত্রপক্ষের বিরুদ্ধে সরব হতেও দেখা গিয়েছে অনেককে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement