Viral Video

পরকীয়ার অভিযোগে মাঝরাস্তায় স্বামী-স্ত্রীর ‘কুস্তি’, পুলিশ যেন ‘রেফারি’! ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একে অপরের দিকে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ তোলা ওই স্বামী-স্ত্রীর নাম যথাক্রমে ধর্মবীর কুমার এবং রশ্মি দেবী। তাঁরা সাত বছর ধরে বিবাহিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ০৮:০১
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

একে অপরের দিকে বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে প্রকাশ্য রাস্তাতেই হাতাহাতি শুরু করলেন এক দম্পতি। স্বামী-স্ত্রীর মারপিট দেখার জন্য ভিড়ও জমে গেল সঙ্গে সঙ্গে। তবে তাঁদের থামানোর চেষ্টা করেও লাভ হয়নি। শেষমেশ হস্তক্ষেপ করল পুলিশ। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিহারের নালন্দায় এই ঘটনাটি ঘটেছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একে অপরের দিকে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ তোলা ওই স্বামী-স্ত্রীর নাম যথাক্রমে ধর্মবীর কুমার এবং রশ্মি দেবী। তাঁরা সাত বছর ধরে বিবাহিত। দুই সন্তানও রয়েছে তাঁদের। রশ্মির অভিযোগ, সংসার চালানোর টাকা চাইলেই ধর্মবীর তাঁকে মারধর করতেন। এক জন আত্মীয়ের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন তিনি। অন্য দিকে ধর্মবীরের অভিযোগ, তাঁর স্ত্রী রশ্মি গ্রামেরই এক যুবকের সঙ্গে লুকিয়ে প্রেম করছিলেন। ওই যুবক সম্প্রতি তাঁকে মারধর করেন বলেও অভিযোগ। সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তিক্ততা বাড়লে থানায় গিয়ে ধর্মবীরের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ করার সিদ্ধান্ত নেন রশ্মি। সেই মতো তিনি থানাতে যাচ্ছিলেন। কিন্তু মাঝরাস্তাতেই তাঁকে ধরে ফেলেন তাঁর স্বামী। তাঁকে থামানোর চেষ্টাও করেন। তখনই দু’জনের মধ্যে মারামারি শুরু হয়।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, স্বামীর কলার ধরে রয়েছেন রশ্মি। তাঁকে গালিগালাজও করছেন। পাল্টা হাত-পা ছুড়ছেন ধর্মবীরও। তাঁদের ঘিরে ভিড় জমা হয়ে গিয়েছে। পরিবারের সদস্য এবং পথচারীরা তাঁদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এর পরেই পদক্ষেপ করে পুলিশ। দু’জনকেই ধরে থানার ভিতরে নিয়ে যাওয়া হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও থানা থেকে পরে তাঁদের বুঝিয়ে বাড়ি পাঠানো হয় বলে খবর।

Advertisement

‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে। লাইকের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্যও করেছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement