ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিলের বিচারে ‘এ গ্রেড’ পেল ভাঙড় মহাবিদ্যালয়। ছবি: সংগৃহীত।
ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (নাক) বিচারে ‘এ গ্রেড’ পেল ভাঙড় মহাবিদ্যালয়। কলকাতার নিউ আলিপুর কলেজ, বেহালা কলেজ, লেডি ব্রেবোর্ন কলেজের মতো ভাঙড় কলেজও এই স্বীকৃতি পেল। এর আগে বি, বি প্লাস, বি প্লাস প্লাস গ্রেড পাওয়া ভাঙড় কলেজ এ বার একাধিক ক্যাটাগরিতে সর্বাধিক নম্বর অর্জন করে রাজ্যের অন্যতম সেরা সরকারি কলেজের মর্যাদা পেল।
বৃহস্পতিবার এই ঘোষণা সামনে আসার পরে উচ্ছ্বসিত জেলার শিক্ষা মহল। কলেজের অধ্যক্ষ বীরবিক্রম রায় বলেন, ‘‘গত কয়েক বছর ধরে শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছি, যার জন্য সাফল্য এসেছে।’’ কলেজের অধ্যাপিকা মালিকা সেন বলেন, ‘‘এই স্বীকৃতি শুধু কলেজের নয়, গোটা ভাঙড় এলাকার জন্য গর্বের।’’
কলেজ সূত্রের খবর, নাক-এর বিশেষ দল ৬-৭ জানুয়ারি পরিদর্শন করে। ওই দলে দিল্লি, তেজপুর ও মুম্বইয়ের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা ছিলেন। তাঁরা কলেজের পরিকাঠামো, শিক্ষার গুণগত মান, পড়ুয়াদের চাকরি পাওয়ার খতিয়ান, অ্যাকাডেমিক পারফরম্যান্স এবং প্রশাসনিক দক্ষতা-সহ ৭টি বিষয়ের মূল্যায়ন করেন।
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ভাঙড় মহাবিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। কলেজে ইউজিসি স্বীকৃত ১৭ জন অধ্যাপক-সহ ৫৮ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় অবস্থিত এই কলেজের ‘এ গ্রেড’ স্বীকৃতি বিশেষ উল্লেখযোগ্য বলে মনে করছেন কলেজ কর্তৃপক্ষ।
অতীতে রাজনীতির সঙ্গে যুক্ত নানা কারণে খবরের শিরোনামে এসেছিল ভাঙড় কলেজ। কলেজ কর্তৃপক্ষের দাবি, এই স্বীকৃতি পাওয়ায় ভাঙড় মহাবিদ্যালয় কেন্দ্রের আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকল। এমনকি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আইআইটির মতো প্রতিষ্ঠানের সঙ্গে র্যাঙ্কিংয়ের লড়াইয়েও ভাঙড় কলেজ এগিয়ে থাকল। এই সাফল্য শিক্ষা ও পরিকাঠামোর উন্নয়নের প্রতিফলন।