Viral Video

নাগরদোলার ঝাঁকুনিতে বসার জায়গা থেকে পড়ে গেল কিশোরী, ঝুলল ৬০ ফুট উঁচু থেকে! তার পর...

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিবারের সঙ্গে গ্রামের মেলায় ঘুরতে গিয়েছিল ১৩ বছর বয়সি ওই কিশোরী। কিন্তু নাগরদোলায় চড়ার পরেই বিপত্তি বাধে। ঝাঁকুনির কারণে ভারসাম্য হারিয়ে নীচে পড়ে যায় সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৩
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

মেলা দেখতে বেরিয়েছিল। আনন্দ করে নাগরদোলাতেও চেপেছিল। কিন্তু নাগরদোলায় বসেই বিপত্তি বাধল। ঝাঁকুনির কারণে নাগরদোলার বসার জায়গা থেকে পড়ে লোহার বেয়ারিংয়ের খাঁজে আটকে গেল কিশোরী। বেশ কিছু ক্ষণ ঝুলে থাকল মাটি থেকে ৬০ ফুট উঁচুতে। উত্তরপ্রদেশের লখিমপুর খেরির নিঘাসন এলাকার রাকেহতি গ্রামের ঘটনা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিবারের সঙ্গে গ্রামের মেলায় ঘুরতে গিয়েছিল ১৩ বছর বয়সি ওই কিশোরী। কিন্তু নাগরদোলায় চড়ার পরেই বিপত্তি বাধে। ঝাঁকুনির কারণে ভারসাম্য হারিয়ে নীচে পড়ে যায় সে। নাগরদোলার লোহার র়ড ধরে ঝুলতে থাকে ৬০ ফুট উঁচু থেকে। সাহায্য চেয়ে চিৎকার করে কাঁদতেও শুরু করে। তবে শীঘ্রই উদ্ধার করা হয় ওই কিশোরীকে। নাগরদোলার চাকা ঘুরিয়ে ধীরে ধীরে নীচে নামিয়ে আনা হয় তাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। লখিমপুর খেরির উপ-জেলাশাসক রাজীব নিগম সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ওই কিশোরী বর্তমানে নিরাপদে রয়েছে । জানা গিয়েছে, ওই মেলায় অত বড় নাগরদোলা চালানোর অনুমতি ছিল না। অনুমতি না থাকা সত্ত্বেও কী ভাবে ওই নাগরদোলা মেলায় আনা হল তা খুঁজে বার করতে তদন্ত শুরু হয়েছে বলেও খবর।

এক্স হ্যান্ডলে পোস্ট করা ভি়ডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। বহু বার দেখা হয়েছে ভিডিয়োটি। হইচইও পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement